Dakshin Dinajpur News: জলের প্রবল চাপে ভেঙে পড়ল আত্রেয়ী নদীর লো-ড্যাম! আতঙ্কিত স্থানীয়রা

Last Updated:

Dakshin Dinajpur News: পশ্চিম পাড়ের বাঁধের গোড়ার মাটি আলগা হয়ে জল বেরিয়ে গিয়ে ড্যামের সেতু ভেঙে পড়েছিল। ক্ষতিগ্রস্থ সেই অংশের কাজ শুরু না হতেই নদীর মাঝ বরাবর কংক্রিটের ড্যাম বা ছোট বাঁধের কংক্রিটের দু'টি ব্লক ভেঙে আবার নতুন করে বিপত্তি দেখা দিল।

+
ফের

ফের ভেঙে গেল আত্রেয়ী নদীর লো-ড্যাম 

দক্ষিণ দিনাজপুর: এবার আর ড্যামের গোড়ার মাটি নয়, জলের চাপে ভেঙে গেল দক্ষিণ দিনাজপুর জেলার আত্রেয়ী নদীর লো-ড্যাম। বালুরঘাট শহরের বুক চিরে চলা আত্রেয়ী নদীতে বিগত তিন বছর আগে পৌর এলাকার ৪ নম্বর ওয়ার্ড থেকে ১৩ নম্বর ওয়ার্ডের মধ্যে ওই লো-ড্যাম তৈরি হয়েছিল। স্থানীয় বাসিন্দাদের পক্ষ থেকে জানা যায়, ভোর চারটে নাগাদ প্রবল জলের তোরে ড্যামের পশ্চিম দিকের অংশ ভেসে যায়। গত ডিসেম্বরে পশ্চিম পাড়ের বাঁধের গোড়ার মাটি আলগা হয়ে জল বেরিয়ে গিয়ে ড্যামের সেতু ভেঙে পড়েছিল। ক্ষতিগ্রস্থ সেই অংশের কাজ শুরু না হতেই নদীর মাঝ বরাবর কংক্রিটের ড্যাম বা ছোট বাঁধের কংক্রিটের দু’টি ব্লক ভেঙে আবার নতুন করে বিপত্তি দেখা দিল।
বিগত তিন দিন ধরে উত্তরে বৃষ্টি হওয়ায় আত্রেয়ী নদীর জলস্তর বেড়ে গিয়েছে। ড্যামের পশ্চিম অংশের আস্ত কংক্রিট সেই জলের স্রোতে ভেঙে যাওয়ায় ব্যাপক আতঙ্কে এলাকার বাসিন্দারা। স্থানীয়দের অভিযোগ, ড্যামের পাশেই বাঁধে অতি নিম্নমানের কাজ হয়েছে। এই নিয়ে ক্ষোভ দেখা দিয়েছে। প্রতি মুহূর্তে ধসে পড়ছে একাংশ। আতঙ্কে বাঁধের উপরের অংশের বাসিন্দারা৷ ২০২৩ সালেই আত্রেয়ীর জল ধরে রাখতে প্রায় ৩৩ কোটি টাকা খরচে মুখ্যমন্ত্রীর নির্দেশে নদী বরাবর স্বল্প উচ্চতার ড্যাম তৈরি করা হয়েছিল৷ কিন্তু এর মধ্যেই এই ঘটনা প্রশ্ন তুলে দিয়েছে।
advertisement
পূর্বে গার্ডওয়ালের প্রধান যে স্ট্রাকচার রয়েছে তার নীচ দিক দিয়েই জল প্রবাহের ফলে ব্যাপক সম্মুখীন হতে হয়েছে আত্রেয়ী নদীর ড্যাম। এক বছরের মধ্যে ভেঙে পড়ায় ৮৭ লক্ষ টাকা দিয়ে মেরামতের কাজ শুরু হয়েছিল। তবে গার্ডওয়ালের সুরক্ষার কাজের জন্য আরও ১ কোটি ২০ লক্ষ টাকা বরাদ্দ হয়েছিল। তবে বেশ কিছু মাস কাটতেই নতুন করে আত্রেয়ী নদীর লো-ড্যাম ভেঙে যেতেই ভবিষ্যতে বড় ধরনের ক্ষতির মুখে পড়ার আশঙ্কা স্থানীয়দের। যথা সময়ে ব্যবস্থা না নিলে আরও বড় বিপর্যয় ঘটতে পারে।
advertisement
advertisement
সুস্মিতা গোস্বামী
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Dakshin Dinajpur News: জলের প্রবল চাপে ভেঙে পড়ল আত্রেয়ী নদীর লো-ড্যাম! আতঙ্কিত স্থানীয়রা
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement