আরও পড়ুন: এটা কার পায়ের ছাপ? রাত হতেই বাড়ছে আতঙ্ক! ভয়ে কাটা কুলতলির গ্রামবাসী
খবর পাওয়ার পর পুলিশ ও বনদফতরের পক্ষ থেকে এলাকায় টহল দেওয়া হচ্ছে।গোবর্ধনপুর কোস্টাল থানার পক্ষ থেকে এলাকার বাসিন্দাদের বাড়ি বাড়ি গিয়ে সতর্ক করা হয়েছে। প্রচারে নেমেছে পুলিশ। তবে বনকর্মীদের অনুমান, বাঘটি পাশের ধনচির জঙ্গল থেকে বেরিয়েছিল। কিন্তু আবারও সেখানে চলে গিয়েছে। তবে বনকর্মীরা এলাকায় এখনও রয়েছে।
advertisement
পরিস্থিতির ওপর নজর রাখছে গোবর্ধন পুর কোষ্টাল থানার পুলিশ।
আরও পড়ুন: রাতের অন্ধকারে আক্রমণ করছে অচেনা প্রাণী! মগরাহাটে রাত নামলেই আতঙ্ক
মাসখানেক ধরেই এই জি-প্লটের বিভিন্ন জায়গা থেকে বাঘের পায়ের ছাপ দেখার খবর মিলছে। অনেকক্ষেত্রে এই ছাপ পরীক্ষা করে বনদফতর জানিয়েছে সেগুলি পুরানো ছাপ। তবে মানুষের মন থেকে আতঙ্ক এখনও দূর হয়নি। প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে রাতের দিকে সকলকে সতর্ক থাকতে।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
এলাকায় বাঘের আতঙ্কের ফলে জঙ্গল সংলগ্ন এলাকায় জাল দেওয়া হয়েছে। এখন দেখার বাঘ কবে জালে ধরা পড়ে।
নবাব মল্লিক