রাতের অন্ধকারে আক্রমণ করছে অচেনা প্রাণী! মগরাহাটে রাত নামলেই আতঙ্ক
- Published by:Suman Majumder
- hyperlocal
- Reported by:NAWAB AYATULLA MALLICK
Last Updated:
অজানা জন্তুর আগমনে ভয়ে কাঁপছে মগরাহাটের গোকর্ণী এলাকা।
ডায়মন্ডহারবার: অজানা জন্তুর আগমনে ভয়ে কাঁপছে মগরাহাটের গোকর্ণী এলাকা। ইতিমধ্যে এই জন্তুর আক্রমণে আহত হয়েছেন ৮ জন। এই প্রাণীটিকে ধরতে এলাকায় পাতা হয়েছে খাঁচা।
বণ্যপ্রাণীর হামলায় আহত একজনকে ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে চিকিৎসার জন্য। বাকিদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। তাঁরা এখন সুস্থ আছেন।
আরও পড়ুন- বাঁদর কামড়ে দিয়েছে রিঙ্কু সিংকে! শুভমান গিল দিলেন ভেতরের খবর
ইতিমধ্যে ডায়মন্ড হারবার বনদফতরের আধিকারিকরা গ্রামে খাঁচা পেতেছেন। এ নিয়ে রেঞ্জার দেবাশীষ পাল জানিয়েছেন, গ্রামে আমাদের কর্মীরা টহল দিচ্ছে। পায়ের ছাপ থেকে অনুমান করা হচ্ছে এটি বাঘরোল।
advertisement
advertisement
গ্রামের লোকজন পথ ঘাটে নজর রাখছেন। কয়েকটি কুকুরও আক্রান্ত হয়েছে। প্রাণীটিকে ধরতে মুরগির টোপ দেওয়া হয়েছে। আহতদের অনেকেই জানাচ্ছেন, বাড়ির বারান্দায় বসে থাকা অবস্থায় এই প্রাণী আক্রমণ করছে।
আরও পড়ুন- নতুন বছরে টিম ইন্ডিয়ার জন্য বড় সুখবর! গুরত্বপূর্ণ আপডেট দিলেন জয় শাহ
রাতের অন্ধকারে কেউ বাইরে বের হলেও আক্রান্ত হতে হচ্ছে। প্রাণীটিকে ধরার সবরকম চেষ্টা চালাচ্ছে বনদফতর। তবে আতঙ্ক রয়েই গিয়েছে এলাকায়। গ্রামবাসীরাও এলাকা পাহারা দিচ্ছে। এখন দেখার কখন প্রাণীটি ধরা পড়ে।
advertisement
নবাব মল্লিক
view commentsLocation :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
December 10, 2023 10:26 PM IST