TRENDING:

জিআই ট্যাগ পেয়েছে সুন্দরবনের মধু, এবার আয় হচ্ছে কয়েক কোটি টাকা

Last Updated:

Sundarban- জিআই ট্যাগ পাওয়ার পর সুন্দরবনের মধু বিক্রি করে আয় হল কয়েক কোটি টাকা। জিআই ট্যাগ পাওয়ার আগে সুন্দরবনের মধু বিক্রি করে বনদফতরের লাভ হত প্রায় ৪০ লক্ষ টাকা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দক্ষিণ ২৪ পরগনা: জিআই ট্যাগ পাওয়ার পর সুন্দরবনের মধু বিক্রি করে আয় হল কয়েক কোটি টাকা। জিআই ট্যাগ পাওয়ার আগে সুন্দরবনের মধু বিক্রি করে বনদফতরের লাভ হত প্রায় ৪০ লক্ষ টাকা। এখন সেই আয়ের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে এক কোটি টাকার কাছাকাছি।
মৌচাক
মৌচাক
advertisement

সুন্দরবনের গভীর জঙ্গলে ঢুকে বাঘের ডেরা থেকে মৌলেরা মধু সংগ্রহ করেন। এই মধু মৌলেদের কাছ থেকে কিনে নেয় ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডেভলপমেন্ট কর্পোরেশন (ডব্লুইবিএফডিসি)। গত বছর প্রায় ৩৪ টন মধু সংগ্রহ করেছিল বনদফতর।

আরও পড়ুন- ছাতা না নিয়ে বেরোলেই ভুগবেন! কোন কোন জেলায় ধেয়ে আসছে বৃষ্টি-কালবৈশাখী! জেনে নিন

advertisement

২০২৪-২৫ অর্থবর্ষে মধু বিক্রি লাভ হয়েছে কয়েক কোটি টাকা‌। গত মে মাসে সুইজারল্যান্ডের জেনেভায় জাতিসংঘের ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন(ডব্লুআইপিও) আয়োজিত জেনেটিক সম্পদ ও ঐতিহ্যগত জ্ঞানের ওপর সম্মেলনে জায়গা করে নিয়েছিল সুন্দরবনের মধু।

বর্তমানে সুন্দরবনের মধু বিক্রি করে প্রচুর লাভ হওয়ার পর, বিদেশে মধু রফতানিতে জোর দিয়েছে ডব্লুবিএফডিসি। বনদফতরের নিজস্ব ব্রান্ড ‘মৌবন’ নামে সুন্দরবনের মধু বিক্রি করে।

advertisement

আরও পড়ুন- বন্ধ রাইস মিলে রমরমিয়ে চলছিল…, হানা দিতেই চোখ কপালে পুলিশের, গোটা এলাকায় চাঞ্চল্য

এবছর মধু বিক্রি করে বিপুল লাভ হওয়ার পর মধু বিক্রির উপর জোর দিচ্ছে বনদফতর। চলতি বছরের এপ্রিলের প্রথম সপ্তাহ থেকে মধু সংগ্রহ আবার শুরু হবে। সেই মধু বিক্রি করে গতবছরের রেকর্ড টপকাতে চায় বনদফতর।

advertisement

নবাব মল্লিক 

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
জিআই ট্যাগ পেয়েছে সুন্দরবনের মধু, এবার আয় হচ্ছে কয়েক কোটি টাকা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল