TRENDING:

ডেবরার পর এবার ঝাড়গ্রামে ট্যারান্টুলার আতঙ্ক ! আক্রান্ত ২ জন

Last Updated:

ডেবরার পর এবার ঝাড়গ্রামে ট্যারান্টুলার আতঙ্ক ! আক্রান্ত ২ জন

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#ঝাড়গ্রাম: পশ্চিম মেদিনীপুরের ডেবরার পর এবার ট্যারান্টুলার আতঙ্ক ঝাড়গ্রামের গোপীবল্লভপুরে। ট্যারেন্টুলার কামড়ে অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন দু-জন। পার্শ্ববর্তী ঝাড়খণ্ড ও ওড়িশায় রয়েছে বিস্তীর্ণ বনভূমি। সেখান থেকেই সুবর্ণরেখার স্রোত বেয়ে ট্যারেন্টুলা ঢুকছে এরাজ্যে।
advertisement

ট্যারেন্টুলা আতঙ্ক ঝাড়গ্রাম-পশ্চিম মেদিনীপুরের বিস্তীর্ণ এলাকায়। ইতিমধ্যেই বিষাক্ত মাকড়শার কামড়ে ডেবরায় মৃত্যু হয়েছে এক জনের।

কোথা থেকে আসছে এই ট্যারেন্টুলা? স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, ওড়িশা ও ঝাড়খণ্ডের বনভূমিতে এদের বাস। সুবর্ণরেখার স্রোত বেয়ে এই বিষাক্ত মাকড়শা ছড়িয়ে পড়ছে বাংলার মেদিনীপুর, ঝাড়গ্রামে।

মূলত অপরিচ্ছন্ন স্থানই বসবাসের জন্য বেছে নেয় বিষাক্ত ট্যারেন্টুলা। তাই প্রয়োজন পরিচ্ছন্নতার। এক্ষেত্রে গ্রামবাসীদের সতর্ক হতে হবে বলে মত ঝাড়গ্রাম জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ঘরে বসে এইভাবে হচ্ছে 'মোটা' ইনকাম, পথ দেখাচ্ছেন গৃহবধূ! বড় সুযোগ মিস করবেন না
আরও দেখুন

আরও পড়ুন-দাঁতন থেকে উদ্ধার লক্ষাধিক টাকার ১০৫ কেজি গাঁজা, আটক ২

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
ডেবরার পর এবার ঝাড়গ্রামে ট্যারান্টুলার আতঙ্ক ! আক্রান্ত ২ জন