দাঁতন থেকে উদ্ধার লক্ষাধিক টাকার ১০৫ কেজি গাঁজা, আটক ২

Last Updated:

পূর্ব মেদিনীপুরের দাঁতন থেকে উদ্ধার হল ১০৫ কেজির গাঁজা ৷ মঙ্গলবার রাতে তল্লাশি করার সময় লক্ষাধিক টাকার ওই গাঁজা উদ্ধার হয় ৷ ঘটনায় দুই অভিযুক্তকে আটক করেছে পুলিশ ৷

#দাঁতন: পূর্ব মেদিনীপুরের দাঁতন থেকে উদ্ধার হল ১০৫ কেজির গাঁজা ৷ মঙ্গলবার রাতে তল্লাশি করার সময় লক্ষাধিক টাকার ওই গাঁজা উদ্ধার হয় ৷ ঘটনায় দুই অভিযুক্তকে আটক করেছে পুলিশ ৷
নির্বাচনী বিধি উঠে গেলেও কোথাও কোথাও বিজয় মিছিল চলছে এখনও ৷ সেই ইস্যুতে কোথাও যাতে কোনও গন্ডগোল না ছড়িয়ে পড়ে, সেদিকে নজর রাখতে এখনও চলছে পুলিশি প্রহরা ৷ পশ্চিম মেদিনীপুর জেলার পুলিশ প্রশাসনও জোরদার করেছে টহলদারি ৷ চলছে নাকা তল্লাশিও ৷
advertisement
advertisement
এদিন সীমান্তবর্তী এলাকা থেকে গোপন সূত্র থেকে খবর পেয়ে দাঁতনে তল্লাশি অভিযানে নামে দাঁতন থানার পুলিশ ৷ একটি চার চাকা গাড়িকে আটক করা হয় ৷ গাড়িটি ওড়িশার গঞ্জাম থেকে আসছিল বলে পুলিশ সূত্রে খবর ৷ ওই গাড়ি থেকে ১০৫ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ ৷ যার আনুমানিক মূল্য প্রায় কয়েক লাখ টাকা। ওড়িশা থেকে পুর্ব মেদিনীপুরের ভগবানপুর এলাকায় নিয়ে যাওয়া হচ্ছিল ওই বিপুল পরিমাণ মাদক । গাড়ি-সহ দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে দাঁতন থানার পুলিশ, আজ অভিযুক্তদের কোর্টে তোলা হবে ৷ অভিযুক্তদের পুলিশি হেফাজতের আবেদন জানানো হবে।
বাংলা খবর/ খবর/ক্রাইম/
দাঁতন থেকে উদ্ধার লক্ষাধিক টাকার ১০৫ কেজি গাঁজা, আটক ২
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement