প্রায় ৫০ বছরের বেশি সময় ধরে এই এলাকায় পুজো চলছে। লক্ষ্মীকান্তপুর বাজারের মধ্যে আগে পুজো হত। পরে পুজোর পরিধি বাড়ে। সমগ্র লক্ষ্মীকান্তপুর জুড়ে মেলা ছড়িয়ে পড়ে। এখানে রাষ্ট্রীয় পঞ্চাঙ্গম পঞ্জিকা মতে ৩১ অক্টোবর নবমী পুজো শুরু হচ্ছে এবং দশমী পুজো ১ নভেম্বর। ফলে এখানে যে উৎসবের সূচনা হয়েছে তা দীর্ঘ হবে। তারপর আরও মেলা চলবে।
advertisement
এই মেলা বড় পরিসরে করার জন্য নট্যের মাঠেও বিশাল পরিধিতে আয়োজন করা হয়েছে। সব মিলিয়ে পুজোর ক’টা দিন এখানে উৎসবের আমেজ থাকে। সুসজ্জিত মণ্ডপ, আলোকসজ্জা সহ এখানে একাধিক মনোমুগ্ধকর জিনিস দেখতে পাওয়া যায়। মেলায় নাগরদোলা থেকে শুরু করে শিশুদের আনন্দ দেওয়ার বিভিন্ন সামগ্রী রয়েছে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
দক্ষিণ ২৪ পরগনার লক্ষ্মীকান্তপুর জগদ্ধাত্রী পুজোর জন্যই বিখ্যাত। মেলার কয়েকটা দিন এখানে প্রচুর পরিমাণে মানুষজন আসেন। সেই জন্য কড়া নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে। এই পুজো নিয়ে এই বছর উদ্যোক্তারা বাড়তি নিরাপত্তার আয়োজন করেছেন। এর সঙ্গে সহযোগিতা করছে মন্দিরবাজার থানা ও ব্লক প্রশাসন।






