TRENDING:

Jagadhatri Utsav: চন্দননগর-কৃষ্ণনগর তো অনেক হল! এবার লক্ষ্মীকান্তপুরের জগদ্ধাত্রী উৎসবের পালা, কোথায় হচ্ছে, কতদিন চলবে জানুন

Last Updated:

Jagadhatri Utsav: প্রায় ৫০ বছরের বেশি সময় ধরে এই এলাকায় পুজো চলছে। এখানে রাষ্ট্রীয় পঞ্চাঙ্গম পঞ্জিকা মতে ৩১ অক্টোবর নবমী পুজো শুরু হচ্ছে এবং দশমী পুজো ১ নভেম্বর। ফলে এখানে যে জগদ্ধাত্রী উৎসবের সূচনা হয়েছে তা দীর্ঘ হবে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মন্দিরবাজার, দক্ষিণ ২৪ পরগনা, নবাব মল্লিক: চন্দননগরের জগদ্ধাত্রী পুজো প্রায় শেষের পথে। তবে এবার মন্দিরবাজারের লক্ষ্মীকান্তপুরের জগদ্ধাত্রী উৎসব শুরু হল। চলবে এক সপ্তাহ ধরে। প্রতিবছর এখানে এই নিয়মেই পুজো চলে আসছে। লক্ষ্মীকান্তপুরের নট্যের মাঠ থেকে শুরু করে পাওয়ার হাউস পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার দীর্ঘ এলাকায় প্রায় ৬টি পুজো ও সুসজ্জিত আলোকসজ্জা সকলের মন কাড়ে। দক্ষিণ ২৪ পরগনার বড় জগদ্ধাত্রী উৎসব এটি।
advertisement

প্রায় ৫০ বছরের বেশি সময় ধরে এই এলাকায় পুজো চলছে। লক্ষ্মীকান্তপুর বাজারের মধ্যে আগে পুজো হত। পরে পুজোর পরিধি বাড়ে। সমগ্র লক্ষ্মীকান্তপুর জুড়ে মেলা ছড়িয়ে পড়ে। এখানে রাষ্ট্রীয় পঞ্চাঙ্গম পঞ্জিকা মতে ৩১ অক্টোবর নবমী পুজো শুরু হচ্ছে এবং দশমী পুজো ১ নভেম্বর। ফলে এখানে যে উৎসবের সূচনা হয়েছে তা দীর্ঘ হবে। তারপর আরও মেলা চলবে।

advertisement

আরও পড়ুনঃ চন্দননগর-কৃষ্ণনগর নয়! পুরুলিয়ার বুকে চোখধাঁধানো জগদ্ধাত্রী পুজো, লক্ষ লক্ষ টাকার গয়নায় সেজেছে দেবী, এক ক্লিকে দেখুন রাজকীয় মণ্ডপ

এই মেলা বড় পরিসরে করার জন্য নট্যের মাঠেও বিশাল পরিধিতে আয়োজন করা হয়েছে। সব মিলিয়ে পুজোর ক’টা দিন এখানে উৎসবের আমেজ থাকে। সুসজ্জিত মণ্ডপ, আলোকসজ্জা সহ এখানে একাধিক মনোমুগ্ধকর জিনিস দেখতে পাওয়া যায়। মেলায় নাগরদোলা থেকে শুরু করে শিশুদের আনন্দ দেওয়ার বিভিন্ন সামগ্রী রয়েছে।

advertisement

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
গড়বেতায় রহস্যময় পদচিহ্ন, এলাকাজুড়ে বন্য জন্তুর ভয়
আরও দেখুন

দক্ষিণ ২৪ পরগনার লক্ষ্মীকান্তপুর জগদ্ধাত্রী পুজোর জন্যই বিখ্যাত। মেলার কয়েকটা দিন এখানে প্রচুর পরিমাণে মানুষজন আসেন। সেই জন্য কড়া নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে। এই পুজো নিয়ে এই বছর উদ্যোক্তারা বাড়তি নিরাপত্তার আয়োজন করেছেন। এর সঙ্গে সহযোগিতা করছে মন্দিরবাজার থানা ও ব্লক প্রশাসন।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Jagadhatri Utsav: চন্দননগর-কৃষ্ণনগর তো অনেক হল! এবার লক্ষ্মীকান্তপুরের জগদ্ধাত্রী উৎসবের পালা, কোথায় হচ্ছে, কতদিন চলবে জানুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল