Jagadhatri Puja 2025: চন্দননগর-কৃষ্ণনগর নয়! পুরুলিয়ার বুকে চোখধাঁধানো জগদ্ধাত্রী পুজো, লক্ষ লক্ষ টাকার গয়নায় সেজেছে দেবী, এক ক্লিকে দেখুন রাজকীয় মণ্ডপ
- Published by:Sneha Paul
- hyperlocal
Last Updated:
Jagadhatri Puja 2025: রাজকীয় সাজে সেজে উঠেছেন রাজ রাজেশ্বরী জগদ্ধাত্রী। সোনার অলংকারে দেবীকে সাজিয়ে তোলা হয়েছে। মায়ের এই অলংকার সারা বছর ব্যাঙ্কের লকারে থাকে। দেবীর প্রায় ২১ লক্ষ টাকার অলংকার রয়েছে।
পুরুলিয়া, শর্মিষ্ঠা ব্যানার্জিঃ বাঙালির ঐতিহ্যবাহী উৎসবগুলির মধ্যে অন্যতম জগদ্ধাত্রী পুজো। দুর্গাপুজো, কালীপুজোর পরেই গোটা বঙ্গ জুড়ে দেবী জগদ্ধাত্রীর আরাধনা শুরু হয়ে যায়। পুরুলিয়া জেলার অন্যতম ঐতিহ্যবাহী পুজো হল সরকারপাড়া জগদ্ধাত্রী পুজো। প্রতিবছরই এই পুজো সকলের নজর কাড়ে। এই বছর ১৩ তম বর্ষে পদার্পণ করেছে তাঁরা। থিমের ছোঁয়ায় সেজে উঠেছে গোটা পুজো মণ্ডপ। রাজস্থানের যোধপুরের রাজবাড়ির অনুকরণে তৈরি করা হয়েছে প্যান্ডেল।
রাজকীয় সাজে সেজে উঠেছেন রাজ রাজেশ্বরী জগদ্ধাত্রী। সোনার অলংকারে দেবীকে সাজিয়ে তোলা হয়েছে। মায়ের এই অলংকার সারা বছর ব্যাঙ্কের লকারে থাকে। পুজোর সময় পুলিশি প্রহরায় লকার থেকে এই গয়না নিয়ে আসা হয়। মণ্ডপে থাকে কড়া পুলিশি নজরদারি। চারদিনব্যাপী এই উৎসব চলে।
আরও পড়ুনঃ পুরুলিয়ায় নয়া আতঙ্ক! বাড়ি থেকে বেরোতে ভয় পাচ্ছেন ‘এই’ গ্রামের বাসিন্দারা, উড়েছে রাতের ঘুম
দেবীর ভোগেও রয়েছে বৈচিত্র্য। দেড় কুইন্টাল চালের পোলাও, পাঁচ কুইন্টাল চালের খিচুড়ি ও ৭০ রকমের মিষ্টান্ন দেওয়া হয়। কাতারে কাতারে মানুষের ঢল নামে এই পুজোয়। এই বিষয়ে পুরুলিয়া জগদ্ধাত্রী পুজো ট্রাস্টের সভাপতি গৌতম রায় বলেন, ভক্ত সমাগমে ভরে ওঠে এই মন্দির প্রাঙ্গন।
advertisement
advertisement
এখানে প্রায় ১০ লক্ষ টাকা বাজেটের পুজো হয়। দেবীর প্রায় ২১ লক্ষ টাকার অলংকার রয়েছে। তাই মা’কে এই কয়েকদিন পুলিশি প্রহরায় রাখা হয়। পুজো দেখতে আসা দর্শনার্থীরা বলেন, কমবেশি প্রত্যেক বছরই তাঁরা এই পুজো দেখতে আসেন। এই বছর খুব সুন্দর থিমে মণ্ডপ সাজানো হয়েছে। খুবই ভাললাগছে বলে জানান তাঁরা।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
রাজকীয় ঐতিহ্যে ঝলমল করছে পুরুলিয়ার সরকারপাড়ার জগদ্ধাত্রী পুজো। সেজে উঠেছে চারিদিক। ঐতিহ্যবাহী এই পুজো ঘিরে সাজো সাজো রব গোটা এলাকায়।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Puruliya (Purulia),Puruliya,West Bengal
First Published :
Oct 31, 2025 6:40 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Jagadhatri Puja 2025: চন্দননগর-কৃষ্ণনগর নয়! পুরুলিয়ার বুকে চোখধাঁধানো জগদ্ধাত্রী পুজো, লক্ষ লক্ষ টাকার গয়নায় সেজেছে দেবী, এক ক্লিকে দেখুন রাজকীয় মণ্ডপ






