তাকে পরীক্ষা কেন্দ্রে নিয়ে গিয়েছিলেন ঠাকুমা মমতাজ বিবি। কিন্তু অ্যাডমিট কার্ড না থাকায় তার পরীক্ষা দেওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। হাতে যেটুকু সময় আছে তাতে পরীক্ষা শুরুর আগে অ্যাডমিট কার্ড আনা সম্ভব নয়। কি করবেন তা ভেবে উঠতে পারছিলেন না।
advertisement
বিষয়টি জানতে পেরে মমতাজ বিবির পাশে দাঁড়ান বর্ধমানের ট্রাফিক ওসি চিন্ময় বন্দ্যোপাধ্যায়। তাঁর প্রচেষ্টায় মমতাজ বিবিকে মোটর সাইকেলে চাপিয়ে বর্ধমান খাজা আনোয়ার বেড় এলাকায় বাড়িতে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে অ্যাডমিট কার্ড নিয়ে তাঁরা পরীক্ষা কেন্দ্রে পৌঁছন পরীক্ষা শুরুর আগেই। স্বস্তি ফিরে পায় পরীক্ষার্থী সেখ সাহিম আলি।
সাহিমের ঠাকুমা মমতাজ বিবি বলেন, “সাহিমের মা আজ চারদিন হল বেসরকারি নার্সিংহোমে ভর্তি। তাই প্রথম দিন আমিই তাকে পরীক্ষা কেন্দ্রে নিয়ে এসেছিলাম। কিন্তু সেখানে দেখা যায়, সাহিম অ্যাডমিট কার্ড বাড়িতে ফেলে এসেছে। কী করব ভেবে পাচ্ছিলাম না। সেই সময় দেবদূত হয়ে দেখা দিলেন বর্ধমানের ট্রাফিক পুলিশ অফিসার চিন্ময় বন্দ্যোপাধ্যায়। তিনিই আমাকে বাড়ি থেকে অ্যাডমিট কার্ড আনার ব্যবস্থা করে দেন। তাঁর এই উপকার কোনও দিন ভুলব না।”