TRENDING:

মাধ্যমিকের প্রথমদিনেই অ্যাডমিট কার্ড আনতে ভুলে গেল পড়ুয়া! হাতে সময় ছিল না একটুও, তার পর?

Last Updated:

মাধ্যমিক পরীক্ষার্থী সেখ সাহিম আলি অ্যাডমিট কার্ড ভুলে যাওয়ায় পরীক্ষায় অনিশ্চয়তা তৈরি হয়। ট্রাফিক ওসি চিন্ময় বন্দ্যোপাধ্যায়ের সহায়তায় সময়মতো সে পরীক্ষা দিতে সক্ষম হয়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
শরদিন্দু ঘোষ, বর্ধমান: মাধ্যমিক শুরুর দিনেই ভোগান্তি। অ্যাডমিড কার্ড আনতে ভুলে গিয়েছিল মাধ্যমিক পরীক্ষার্থী। মুশকিল আসান হয়ে পাশে দাঁড়াল ট্রাফিক পুলিশ। বর্ধমানের শিবকুমার হরিজন স্কুলে মাধ্যমিকের সিট পড়েছিল পরীক্ষার্থী সেখ সাহিম আলির। সে বেড় হাই স্কুলের ছাত্র।
মাধ্যমিকের প্রথমদিনেই অ্যাডমিট কার্ড আনতে ভুলে গেল পড়ুয়া! হাতে সময় ছিল না একটুও, তার পর?
মাধ্যমিকের প্রথমদিনেই অ্যাডমিট কার্ড আনতে ভুলে গেল পড়ুয়া! হাতে সময় ছিল না একটুও, তার পর?
advertisement

তাকে পরীক্ষা কেন্দ্রে নিয়ে গিয়েছিলেন ঠাকুমা মমতাজ বিবি। কিন্তু অ্যাডমিট কার্ড না থাকায় তার পরীক্ষা দেওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। হাতে যেটুকু সময় আছে তাতে পরীক্ষা শুরুর আগে অ্যাডমিট কার্ড আনা সম্ভব নয়। কি করবেন তা ভেবে উঠতে পারছিলেন না।

আরও পড়ুন- ১৯৫, ২০৫ বা ৫৭৫ টাকার পেট্রোল কিনলে কি বেশি তেল পাবেন? বিজোড় সংখ্যায় প্রতারণা এড়ানো কি সত্যি সম্ভব? জানুন!

advertisement

আরও পড়ুন- ১৬তে বিয়ে, ১৭তে যমজ বাচ্চার মা এই অভিনেত্রী! ১৮তে বিবাহবিচ্ছেদ…! বাবা কে? জানে না এখনও সন্তানরা

বিষয়টি জানতে পেরে মমতাজ বিবির পাশে দাঁড়ান বর্ধমানের ট্রাফিক ওসি চিন্ময় বন্দ্যোপাধ্যায়। তাঁর প্রচেষ্টায় মমতাজ বিবিকে মোটর সাইকেলে চাপিয়ে বর্ধমান খাজা আনোয়ার বেড় এলাকায় বাড়িতে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে অ্যাডমিট কার্ড নিয়ে তাঁরা পরীক্ষা কেন্দ্রে পৌঁছন পরীক্ষা শুরুর আগেই। স্বস্তি ফিরে পায় পরীক্ষার্থী সেখ সাহিম আলি।

advertisement

আরও পড়ুন- সোনা ফেলে দেবেন নিজেই, চাহিদা বাড়ছে অন্য এক ধাতুর! আর ১০ বছরে ‘টপে’! কাড়াকাড়ি পড়ে যাবে বাজারে

সেরা ভিডিও

আরও দেখুন
প্রয়োজন পড়বে না পুকুর বা জলাশয়ের দুরন্ত পদ্ধতিতেই মাছের ব্যবসা করলেই আয় হবে লক্ষাধিক
আরও দেখুন

সাহিমের ঠাকুমা মমতাজ বিবি বলেন, “সাহিমের মা আজ চারদিন হল বেসরকারি নার্সিংহোমে ভর্তি। তাই প্রথম দিন আমিই তাকে পরীক্ষা কেন্দ্রে নিয়ে এসেছিলাম। কিন্তু সেখানে দেখা যায়, সাহিম অ্যাডমিট কার্ড বাড়িতে ফেলে এসেছে। কী করব ভেবে পাচ্ছিলাম না। সেই সময় দেবদূত হয়ে দেখা দিলেন বর্ধমানের ট্রাফিক পুলিশ অফিসার চিন্ময় বন্দ্যোপাধ্যায়। তিনিই আমাকে বাড়ি থেকে অ্যাডমিট কার্ড আনার ব্যবস্থা করে দেন। তাঁর এই উপকার কোনও দিন ভুলব না।”

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
মাধ্যমিকের প্রথমদিনেই অ্যাডমিট কার্ড আনতে ভুলে গেল পড়ুয়া! হাতে সময় ছিল না একটুও, তার পর?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল