এক মাসের কাছাকাছি জলমগ্ন ঘাটালের বিস্তীর্ণ এলাকা। জানা যাচ্ছে, চলতি মাসে চার বার বানভাসি হয়েছে এই অঞ্চল। এখনও ঘাটাল পৌর এলাকার পাশাপাশি ঘাটাল ব্লকের বেশ কিছু গ্রাম পঞ্চায়েত এলাকা জলমগ্ন হয়ে রয়েছে, ডুবে রয়েছে রাস্তাঘাট।
আরও পড়ুনঃ জলমগ্ন ঘাটাল! মাস্টার প্ল্যানের কাজ কবে শেষ হবে? জানিয়ে দিলেন সেচমন্ত্রী মানস ভূঁইয়া
advertisement
বাজারহাট, নিত্য প্রয়োজনীয় জিনিস আনতে হলেও ব্যবহার করতে হচ্ছে ডিঙি ও নৌকা। বন্যার জল প্রবেশ করায় বেশ কিছু স্কুলে বন্ধ পঠনপাঠন। জলযন্ত্রণা যেন কিছুতেই পিছু ছাড়ছে না ঘাটালবাসীর। টানা এক মাসের কাছাকাছি জলমগ্ন বিভিন্ন এলাকা। ধীর গতিতে বন্যার জল কমলেও নিম্নচাপের জেরে ভারী বৃষ্টি হচ্ছে। এর জেরে নদীগুলিতে বাড়ছে বন্যার জল। ফের প্লাবিত হচ্ছে এলাকা। ঘাটাল চন্দ্রকোনা রাজ্য সড়কের আরগোড়া চাতাল এলাকায় ক্রমশ বাড়ছে জলস্তর।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এদিকে বন্যা দুর্গত মানুষদের রান্না করা খিচুড়ি পৌঁছে দিতে নৌকা করে পৌঁছে যাচ্ছে প্রশাসন। বন্যা কবলিত এলাকায় প্রশাসনের পক্ষ থেকে চলছে রান্না করা খিচুড়ি বিতরণ। পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের উদ্যোগে বিভিন্ন থানাগুলিতে এই কর্মসূচি নেওয়া হয়েছে। পুলিশের এমন উদ্যোগে খুশি বন্যা দুর্গত এলাকার মানুষজন। কিন্তু কবে এই জল যন্ত্রণা থেকে মুক্তি পাবে তা জানে না কেউ।
মিজানুর রহমান