TRENDING:

Durga Puja 2025: পুজোয় কল্যাণী এক্সপ্রেসওয়েতে যা ঘটছে! কোনও ভুল করবেন না, তাহলেই....

Last Updated:

পুজোর মরশুমে কল্যাণী এক্সপ্রেসওয়েতে বিশেষ নজর প্রশাসনের, এত জন পড়ল ধরা! 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
উত্তর ২৪ পরগনা, রুদ্র নারায়ণ রায়: দুর্গা পুজোর ভিড় সামলানোর পাশাপাশি কড়া নজরদারি ব্যারাকপুর ট্রাফিকের। পুজোর দিনগুলি দর্শনার্থীদের নির্বিঘ্নে যাতায়াত নিশ্চিত করতে বিভিন্ন এলাকায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হয়েছে। বিশেষত দ্রুতগতিসম্পন্ন কল্যানী এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনা এড়াতে চলছে বিশেষ নজরদারি।
কল্যাণী এক্সপ্রেসওয়েতে নজরদারি
কল্যাণী এক্সপ্রেসওয়েতে নজরদারি
advertisement

এক্সপ্রেসওয়েতে সর্বাধিক গাড়ির গতিসীমা ঘণ্টায় ৫০ কিলোমিটার রাখা হয়েছে। সেই নির্দেশিকা সর্বত্র বোর্ডে লিখে দেওয়া হয়েছে, পাশাপাশি চলছে মাইকিং। অতিরিক্ত গতিতে গাড়ি বা বাইক চালালে সঙ্গে সঙ্গে নেওয়া হচ্ছে আইনি ব্যবস্থা। একই সঙ্গে মদ্যপ চালক, বাইকে তিনজন আরোহী এবং হেলমেটবিহীন আরোহীদের বিরুদ্ধেও চলছে কঠোর পদক্ষেপ।

পুজোতে শেষ পাওয়া আপডেট অনুযায়ী ট্রাফিক পুলিশের হাতে ধরা পড়েছে মোট ১,৪৭৬ জন চালক। যার মধ্যে ওভার স্পিডিং এর জন্য ৭৯৭ জন, হেলমেটবিহীন চালক ৪০০ জন। সিটবেল্ট ছাড়া চালক ৩৬ জন,  এবং তিনজনে স্বওয়ারি বাইক আরোহী ২২৮ জন ও অন্যান্য কারণে ১৫ জনকে। মদ্যপদের জন্য নেওয়া হচ্ছে কঠোর ব্যবস্থা।

advertisement

আরও পড়ুনঃ IND vs PAK: অবশেষে ভারতের কাছে হার মানলেন ‘ট্রফি চোর’ মহসিন নকভি! চাপের মুখে কী জানালেন পাকিস্তান বোর্ড প্রধান

অতীতে নানা সময় দেখা গিয়েছে কল্যান এক্সপ্রেস ওয়েতে দ্রুতগতির কারণে বহু প্রাণহানীর ঘটনা ঘটতে। তাই সেই অতীত অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে যাতে দুর্ঘটনা মুক্ত রাখা যায় শারদ উৎসব এই চেষ্টাই চালানো হয়েছে প্রশাসনের তরফে। ট্রাফিক পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, দুর্গোৎসবের দিনগুলিতে দর্শনার্থী ও যাত্রীদের নিরাপত্তাকে অগ্রাধিকার দিয়ে এই অভিযান চালানো হচ্ছে।

advertisement

Rudra Narayan Roy

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Durga Puja 2025: পুজোয় কল্যাণী এক্সপ্রেসওয়েতে যা ঘটছে! কোনও ভুল করবেন না, তাহলেই....
Open in App
হোম
খবর
ফটো
লোকাল