TRENDING:

Adhir Chowdhury: অন্য ভূমিকায় অধীর চৌধুরী! মেলায় গিয়ে যা করলেন, অবাক হয়ে যাবেন!

Last Updated:

Adhir Chowdhury: বৃহস্পতিবার রাতে হঠাৎই মুর্শিদাবাদ জেলার কান্দির পাখমাড়া ডোবের মেলাতে উপস্থিত ছিলেন অধীর চৌধুরী।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুর্শিদাবাদ: সামনেই লোকসভা নির্বাচন, দিন ঘোষণা হতে আর হাতে গোনা কয়েকটা দিন বাকি। তার আগে কংগ্রেস সাংসদ তথা প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীকে দেখা গেল এবার অন্য ভূমিকায়।
advertisement

বৃহস্পতিবার রাতে হঠাৎই মুর্শিদাবাদ জেলার কান্দির পাখমাড়া ডোবের মেলাতে উপস্থিত ছিলেন অধীর চৌধুরী। জনসংযোগ তৈরি করার উদ্দেশ্যে তিনি উপস্থিত হন। আর সেখানেই দেখা গেল অন্য রকম মুডে অধীর চৌধুরীকে। মেলাতে সটান প্রবেশ করেই মা কালী-কে প্রণাম করেন তিনি। পরে মেলা পরিদর্শন করছিলেন আর তখন অধীর চৌধুরীকে দেখা যায় নাগরদোলায় চাপতে। নাগরদোলায় ঘুরে বেশ কিছুক্ষণ আনন্দ উপভোগ করেন। আর নাগরদোলাতে তার এই কর্মকাণ্ড দেখে বেশ খুশি সকলেই।

advertisement

আরও পড়ুন: ৩০ ফেব্রুয়ারি! হ্যাঁ, এই দিনটিও এসেছে পৃথিবীতে! কবে জানেন তো? শুনলে যেন আকাশ থেকে পড়বেন

নাগরদোলার পাশাপাশি, অধীর চৌধুরী তিনি কোথাও পাঁপড় হাতে নিয়ে রাখলেন কোথাও বা তিনি মেলাতে ঘুরে ঘুরে জনসংযোগ তৈরি করলেন।

View More

মুর্শিদাবাদ জেলার ঐতিহাসিক প্রাচীন শহর কান্দি। কান্দি শহরে চলছে ১৫ দিন ব্যাপী পাখমাড়া ডোবের মেলা। মাঘী পূর্ণিমা উপলক্ষে মেলার শুভ সূচনা করা হয়। যা শেষ হবে শিবরাত্রীর দিন। মেলায় চলছে যাত্রা প্রতিযোগিতা। ছোট ছোট বিভিন্ন পসরা সাজিয়ে বসেছে এই মেলা। মেলা দেখতে ভিড় জমাচ্ছেন বহু সাধারণ মানুষ।

advertisement

আরও পড়ুন: বলুন তো, পৃথিবীর একমাত্র কোন দেশ, যার কোনও রাজধানী নেই? নামটা শুনেই চমকে উঠবেন গ্যারান্টি

মুর্শিদাবাদ জেলার কান্দির পাখমাড়া ডোবের মেলা মহকুমার বড় মেলা হিসেবেই পরিচিত। মেলাতে যেমন বসে ছোট ছোট ষ্টল, ঠিক তেমনই থাকে মনোরঞ্জনের জন্য নাগরদোলা থেকে ছোটদের খেলনার সামগ্রী। থাকে বিভিন্ন ছোট ছোট খাবারের ষ্টল। মেলা দেখতে কান্দি মহকুমা ছাড়াও, আশে পাশের বহু সাধারণ মানুষ উপস্থিত হন। মেলাতে চলে বেশ ভালোই বিক্রি। ক্রেতা থেকে বিক্রেতা সকলেই তাকিয়ে থাকেন পনোরো দিনের এই মেলা কে ঘিরে। আর সেখানেই দেখা যায় অধীর চৌধুরী কে এক অন্য ভূমিকায়।

advertisement

—– কৌশিক অধিকারী

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Adhir Chowdhury: অন্য ভূমিকায় অধীর চৌধুরী! মেলায় গিয়ে যা করলেন, অবাক হয়ে যাবেন!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল