Knowledge Story: বলুন তো, পৃথিবীর একমাত্র কোন দেশ, যার কোনও রাজধানী নেই? নামটা শুনেই চমকে উঠবেন গ্যারান্টি
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Knowledge Story: একমাত্র একটি দেশই পাওয়া গিয়েছে বিশ্বে, যার কোনও রাজধানী নেই।
রাজধানী ছাড়া আবার দেশ হয় নাকি। পৃথিবীর সব দেশেরই একটি করে রাজধানী থাকে। যেখান থেকে দেশটির প্রশাসনিক কাজকর্ম পরিচালনা করা হয়ে থাকে। কিন্তু একমাত্র একটি দেশই পাওয়া গিয়েছে বিশ্বে, যার কোনও রাজধানী নেই।
advertisement
advertisement
দেশটির নাম হল নাউরু। এটিই পৃথিবীর একমাত্র গণতান্ত্রিক রাষ্ট্র, যার কোনও রাজধানী নেই। শুধু তা-ই নয়, এর নিজস্ব কোনও সেনাবাহিনীও নেই। নাউরু পৃথিবীর তৃতীয় ক্ষুদ্রতম দেশ। দেশটিকে একসময় ‘প্লেজেন্ট আইল্যান্ড’ নামেও ডাকা হত।
advertisement
দক্ষিণ-পশ্চিম প্রশান্ত মহাসাগরের দ্বীপরাষ্ট্র নাউরু ওশেনিয়ায় অবস্থিত। অস্ট্রেলিয়া থেকে আকাশপথে নাউরুতে যেতে লাগে পাঁচ ঘণ্টা। দেশটির মোট আয়তন মাত্র ২১ বর্গকিলোমিটার। ২০২৩ সালের হিসাবে এর মোট জনসংখ্যা প্রায় ১৪ হাজার ৪০০। এই দেশের প্রায় ৯৬ শতাংশ মানুষই শিক্ষিত।
advertisement
১৯৭০-৮০ সাল নাগাদ দেশটিতে ছিল ফসফেট খনির রমরমা ব্যবসা। বর্তমানে নাউরুর অর্থনীতির মূল উৎস হল ফসফেট মাইনিং, অফসোর ব্যাংকিং, মৎস্য শিকার ও বৈদেশিক সহায়তা।
advertisement
বর্তমানে দেশটির মাথাপিছু আয় ১৭ হাজার ৮৭০ ডলার। নাউরুর সরকারি মুদ্রা অস্ট্রেলিয়ান ডলার। দেশটির জাতীয় ভাষা নাউরুয়ান। তবে ব্যবসা ও সরকারি দফতরের কাজে ইংরেজির চল আছে। স্বীকৃত রাজধানী না থাকলেও নাউরুর সরকারি দফতরগুলো অবস্থিত ইয়ারেন জেলায়।
advertisement
চতুর্দিকে সাগর বেষ্টিত দেশটির নিজস্ব কোনও সেনাবাহিনীও নেই। প্রতিরক্ষার জন্য নাউরুকে অস্ট্রেলিয়ার উপর নির্ভরশীল হতে হয়।
advertisement