Knowledge Story: বলুন তো, পৃথিবীর একমাত্র কোন দেশ, যার কোনও রাজধানী নেই? নামটা শুনেই চমকে উঠবেন গ্যারান্টি

Last Updated:
Knowledge Story: একমাত্র একটি দেশই পাওয়া গিয়েছে বিশ্বে, যার কোনও রাজধানী নেই।
1/8
রাজধানী ছাড়া আবার দেশ হয় নাকি। পৃথিবীর সব দেশেরই একটি করে রাজধানী থাকে। যেখান থেকে দেশটির প্রশাসনিক কাজকর্ম পরিচালনা করা হয়ে থাকে। কিন্তু একমাত্র একটি দেশই পাওয়া গিয়েছে বিশ্বে, যার কোনও রাজধানী নেই।
রাজধানী ছাড়া আবার দেশ হয় নাকি। পৃথিবীর সব দেশেরই একটি করে রাজধানী থাকে। যেখান থেকে দেশটির প্রশাসনিক কাজকর্ম পরিচালনা করা হয়ে থাকে। কিন্তু একমাত্র একটি দেশই পাওয়া গিয়েছে বিশ্বে, যার কোনও রাজধানী নেই।
advertisement
2/8
বলতে পারবেন, দেশটির নাম কী? শুনলে অবাক হয়ে যাবেন। বিশ্বে এমন দেশও আছে, যার কোনও রাজধানী নেই!
বলতে পারবেন, দেশটির নাম কী? শুনলে অবাক হয়ে যাবেন। বিশ্বে এমন দেশও আছে, যার কোনও রাজধানী নেই!
advertisement
3/8
দেশটির নাম হল নাউরু। এটিই পৃথিবীর একমাত্র গণতান্ত্রিক রাষ্ট্র, যার কোনও রাজধানী নেই। শুধু তা-ই নয়, এর নিজস্ব কোনও সেনাবাহিনীও নেই। নাউরু পৃথিবীর তৃতীয় ক্ষুদ্রতম দেশ। দেশটিকে একসময় ‘প্লেজেন্ট আইল্যান্ড’ নামেও ডাকা হত।
দেশটির নাম হল নাউরু। এটিই পৃথিবীর একমাত্র গণতান্ত্রিক রাষ্ট্র, যার কোনও রাজধানী নেই। শুধু তা-ই নয়, এর নিজস্ব কোনও সেনাবাহিনীও নেই। নাউরু পৃথিবীর তৃতীয় ক্ষুদ্রতম দেশ। দেশটিকে একসময় ‘প্লেজেন্ট আইল্যান্ড’ নামেও ডাকা হত।
advertisement
4/8
দক্ষিণ-পশ্চিম প্রশান্ত মহাসাগরের দ্বীপরাষ্ট্র নাউরু ওশেনিয়ায় অবস্থিত। অস্ট্রেলিয়া থেকে আকাশপথে নাউরুতে যেতে লাগে পাঁচ ঘণ্টা। দেশটির মোট আয়তন মাত্র ২১ বর্গকিলোমিটার। ২০২৩ সালের হিসাবে এর মোট জনসংখ্যা প্রায় ১৪ হাজার ৪০০। এই দেশের প্রায় ৯৬ শতাংশ মানুষই শিক্ষিত।
দক্ষিণ-পশ্চিম প্রশান্ত মহাসাগরের দ্বীপরাষ্ট্র নাউরু ওশেনিয়ায় অবস্থিত। অস্ট্রেলিয়া থেকে আকাশপথে নাউরুতে যেতে লাগে পাঁচ ঘণ্টা। দেশটির মোট আয়তন মাত্র ২১ বর্গকিলোমিটার। ২০২৩ সালের হিসাবে এর মোট জনসংখ্যা প্রায় ১৪ হাজার ৪০০। এই দেশের প্রায় ৯৬ শতাংশ মানুষই শিক্ষিত।
advertisement
5/8
১৯৭০-৮০ সাল নাগাদ দেশটিতে ছিল ফসফেট খনির রমরমা ব্যবসা। বর্তমানে নাউরুর অর্থনীতির মূল উৎস হল ফসফেট মাইনিং, অফসোর ব্যাংকিং, মৎস্য শিকার ও বৈদেশিক সহায়তা।
১৯৭০-৮০ সাল নাগাদ দেশটিতে ছিল ফসফেট খনির রমরমা ব্যবসা। বর্তমানে নাউরুর অর্থনীতির মূল উৎস হল ফসফেট মাইনিং, অফসোর ব্যাংকিং, মৎস্য শিকার ও বৈদেশিক সহায়তা।
advertisement
6/8
বর্তমানে দেশটির মাথাপিছু আয় ১৭ হাজার ৮৭০ ডলার। নাউরুর সরকারি মুদ্রা অস্ট্রেলিয়ান ডলার। দেশটির জাতীয় ভাষা নাউরুয়ান। তবে ব্যবসা ও সরকারি দফতরের কাজে ইংরেজির চল আছে। স্বীকৃত রাজধানী না থাকলেও নাউরুর সরকারি দফতরগুলো অবস্থিত ইয়ারেন জেলায়।
বর্তমানে দেশটির মাথাপিছু আয় ১৭ হাজার ৮৭০ ডলার। নাউরুর সরকারি মুদ্রা অস্ট্রেলিয়ান ডলার। দেশটির জাতীয় ভাষা নাউরুয়ান। তবে ব্যবসা ও সরকারি দফতরের কাজে ইংরেজির চল আছে। স্বীকৃত রাজধানী না থাকলেও নাউরুর সরকারি দফতরগুলো অবস্থিত ইয়ারেন জেলায়।
advertisement
7/8
চতুর্দিকে সাগর বেষ্টিত দেশটির নিজস্ব কোনও সেনাবাহিনীও নেই। প্রতিরক্ষার জন্য নাউরুকে অস্ট্রেলিয়ার উপর নির্ভরশীল হতে হয়।
চতুর্দিকে সাগর বেষ্টিত দেশটির নিজস্ব কোনও সেনাবাহিনীও নেই। প্রতিরক্ষার জন্য নাউরুকে অস্ট্রেলিয়ার উপর নির্ভরশীল হতে হয়।
advertisement
8/8
এত অল্প জনসংখ্যা সত্ত্বেও এখানকার মানুষের মধ্যে দক্ষতার অভাব নেই। কম জনসংখ্যা থাকা সত্ত্বেও এই দেশটি কমনওয়েলথ এবং অলিম্পিক গেমস্-এ অংশগ্রহণ করে আসছে।
এত অল্প জনসংখ্যা সত্ত্বেও এখানকার মানুষের মধ্যে দক্ষতার অভাব নেই। কম জনসংখ্যা থাকা সত্ত্বেও এই দেশটি কমনওয়েলথ এবং অলিম্পিক গেমস্-এ অংশগ্রহণ করে আসছে।
advertisement
advertisement
advertisement