TRENDING:

Adhir Choudhury: জলের প্রকল্প শিল‍্যানাসে বিক্ষোভের মুখে অধীর চৌধুরী, দেওয়া হল গো ব্যাক স্লোগান!

Last Updated:

Adhir Choudhury: গো ব্যাক শ্লোগান অধীরকে। বুধবার বহরমপুর জে এন একাডেমি স্কুলের পাশে সাংসদ তহবিলের জল প্রকল্পের শিলান্যাসে যান অধীর চৌধুরী।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বহরমপুরঃ গো ব্যাক স্লোগান অধীরকে। বুধবার বহরমপুর জে এন একাডেমি স্কুলের পাশে সাংসদ তহবিলের জল প্রকল্পের শিলান্যাসে যান অধীর চৌধুরী। সেখানে গেলে স্থানীয় তৃণমূল কর্মীরা অধীর চৌধুরীকে ঘিরে বিক্ষোভ দেখায়। এবং গো ব্যাক স্লোগান দিতে থাকে। অধীর চৌধুরীর সঙ্গে বিক্ষোভকারীদের কথা কাটাকাটি শুরু হয়। ঘটনার জেরে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। বিক্ষোভকারীদের অভিযোগ বিগত ৫বছরে এই এলাকার কোনওরকম উন্নয়নে হস্তক্ষেপ করেননি সাংসদ অধীর চৌধুরী। ঠিক ভোটের আগে রাজনৈতিক স্বার্থে জল প্রকল্পের শিলান্যাস করতে এসেছেন। সেই কারণে তাঁকে বাঁধা দেওয়া হয়েছে।
জলের প্রকল্প শিল‍্যানাসে বিক্ষোভের মুখে অধীর চৌধুরী
জলের প্রকল্প শিল‍্যানাসে বিক্ষোভের মুখে অধীর চৌধুরী
advertisement

আরও পড়ুনঃ লণ্ডভণ্ড দিঘা! কয়েক মিনিটের ঝড়বৃষ্টি, উপরে ভেঙে পড়ল গাছ! থমকে গেল যান চলাচল!

বিক্ষোভকারী সুবীর সেন বলেন, ‘বিগত ৫ বছর ধরে আমরা এই এলাকায় সাংসদকে দেখতে পায়নি। আমাদের কোনও সমস্যা অসুবিধায় উনাকে পাশে পাইনি। এখন ভোটের আগে নিজের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে জল প্রকল্পের শিলান্যাস করছে এসেছেন। আমরা এটা মানব না।’ যদিও অধীর চৌধুরীর দাবি, ‘সাংসদ তহবিলের বরাদ্দ টাকা খরচ করার জন্য জেলাশাসক সহযোগিতা করছেন না। এরই প্রতিবাদে বুধবার বহরমপুরে বিক্ষোভ মিছিল করে টাউন ও ব্লক কংগ্রেস নেতা কর্মীরা।’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

জেলা কংগ্রেসের মুখপাত্র জয়ন্ত দাস বলেন, ‘প্রাক্তন বিধায়ক মনোজ চক্রবর্তী সহ অন্যান্য কংগ্রেস নেতা কর্মীরা এই মিছিলে শামিল হন।’ জেলা কংগ্রেসের মুখপাত্র জয়ন্ত দাস বলেন, ‘জেলাশাসক সাংসদ তহবিলের বিভিন্ন প্রকল্পের কাজে অসহযোগিতা করছেন। জেলাশাসককে নিরপেক্ষভাবে কাজ করতে হবে। সেই দাবিতেই আমাদের বিক্ষোভ মিছিল।’ এই বিষয়ে সাংসদ অধীর চৌধুরী বলেন, ‘সরকারি নানান বাধার কারনে সাংসদ তহবিলের টাকা আমাকে এতদিন খরচ করতে দেওয়া হয়নি। কিন্তু সম্প্রতি অনুমোদন পাওয়া মাত্র বিভিন্ন এলাকায় কাজ শুরু করা হয়েছে। সুযোগ পাওয়া মাত্র আমি আমার লোকসভা কেন্দ্রে আর্সেনিক মুক্ত পানীয়জল, সৌরবিদ্যুৎ ও স্মার্ট ক্লাসের কাজ শুরু করি। কিন্তু এখন জেলাশাসক আমাকে নো অবজেকশন সার্টিফিকেট দিতে বলছেন। সেই কারণে আমার কাজ আটকে দেওয়া হচ্ছে। আরও ৮০টি জায়গায় এই পানীয় জলের কাজ হয়েছে। কোথাও কোনও সমস্যা হয়নি।শাসকদলের উস্কানিতে স্থানীয় কয়েকজন এই কাজে বাধা দিয়েছে। কিন্তু এলাকার উন্নয়নে আমাদের কাজ থেমে থাকবে না।’

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Adhir Choudhury: জলের প্রকল্প শিল‍্যানাসে বিক্ষোভের মুখে অধীর চৌধুরী, দেওয়া হল গো ব্যাক স্লোগান!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল