Digha: লণ্ডভণ্ড দিঘা! কয়েক মিনিটের ঝড়বৃষ্টি, উপরে ভেঙে পড়ল গাছ! থমকে গেল যান চলাচল!
- Published by:Salmali Das
- news18 bangla
Last Updated:
Digha: মাত্র কয়েক মিনিটের ঝড়বৃষ্টিতে লণ্ডভণ্ড দিঘা। রাস্তার উপরে ভেঙে পড়ল একাধিক গাছ। ওল্ডদীঘা বাসস্ট্যান্ডে গাছ পড়ে যানজট। দীঘা ট্রাফিক পুলিশের তৎপরতায় গাছ কেটে সরিয়ে জনজীবন স্বাভাবিক করা হল।
দীঘাঃ মাত্র কয়েক মিনিটের ঝড়বৃষ্টিতে লণ্ডভণ্ড দিঘা। রাস্তার উপরে ভেঙে পড়ল একাধিক গাছ। ওল্ডদীঘা বাসস্ট্যান্ডে গাছ পড়ে যানজট। দীঘা ট্রাফিক পুলিশের তৎপরতায় গাছ কেটে সরিয়ে জনজীবন স্বাভাবিক করা হল।
বুধবার বিকেলের পর ঝড়বৃষ্টিতে শুরু হয় দিঘাতে। আবহাওয়া দফতরের খবর অনুসারে, রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে উপকূলবর্তী অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রাজ্য তথা জেলার জনপ্রিয় পর্যটন নগরীর তাপমাত্রা বাড়ছে।
advertisement
advertisement
হাওয়া অফিসের রিপোর্ট অনুযায়ী, শেষ ২৪ ঘণ্টায় দিঘার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৪.২ ডিগ্রি সেলসিয়াস। আজ ১৩ মার্চ বুধবার দিঘার তাপমাত্রা থাকবে সর্বোচ্চ ৩৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। সর্বনিম্ন ২৪.৮ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি।পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে সর্বত্রই তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী। সকাল থেকেই আংশিক মেঘলা আকাশ। বিকেলের পর দিঘা-সহ জেলায় জুড়ে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা।
advertisement
পঙ্কজ দাশ রথী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 13, 2024 8:54 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Digha: লণ্ডভণ্ড দিঘা! কয়েক মিনিটের ঝড়বৃষ্টি, উপরে ভেঙে পড়ল গাছ! থমকে গেল যান চলাচল!