TRENDING:

Adenovirus Scare: তিন বছরের শিশুর মৃত্যু, Adenovirus-এর আতঙ্ক বাড়ছে জেলায় জেলায়!

Last Updated:

বাড়ছে আতঙ্ক। শুধু কলকাতা শহরেই নয়। মারণ ভাইরাসের কামড় থেকে রক্ষা পাচ্ছে না জেলার শিশুরাও। এবার শিশুমৃত্যুর ঘটনা ঘিরে আতঙ্ক ছড়িয়েছে দেগঙ্গায়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দেগঙ্গা: ক্রমশ থাবা বসাচ্ছে অ্যাডিনো ভাইরাস। বেশিরভাগ ক্ষেত্রেই এই ভাইরাসের রক্ত চক্ষু শিশুদের দিকে। তাই বাড়ছে আতঙ্ক। শুধু কলকাতা শহরেই নয়। মারণ ভাইরাসের কামড় থেকে রক্ষা পাচ্ছে না জেলার শিশুরাও। এবার শিশুমৃত্যুর ঘটনা ঘিরে আতঙ্ক ছড়িয়েছে দেগঙ্গায়।
Adenovirus 
শিশুমৃত্যু, অ্যাডিনো ভাইরাসের আতঙ্ক
Adenovirus শিশুমৃত্যু, অ্যাডিনো ভাইরাসের আতঙ্ক
advertisement

বেশ কয়েকদিন ধরে জ্বরে আক্রান্ত ছিল দেগঙ্গার আমুলিয়া গ্রাম পঞ্চায়েতের উত্তর বরুণী গ্রামের মণ্ডল পাড়ার তিন বছরের শিশু মোহাম্মদ আসিফ। দশ দিন আগে তাকে কলকাতা শিশু হাসপাতালে চিকিৎসা করিয়ে তিন দিন রাখার পর ডাক্তাররা তাকে বাড়ি পাঠিয়ে দেয়। বাড়ি ফেরার পর ফের গত শুক্রবার রাতে আসিফের অবস্থা অবনতি ঘটে।

আরও পড়ুন: আজ সোমবতী অমাবস্যাতেই মুক্তি! জীবনে আসবে সুখ-সমৃদ্ধির জোয়ার! শুধু করতে হবে এই ৬ উপায়!

advertisement

পরিবারের পক্ষ থেকে ফের আসিফকে কলকাতা শিশু হাসপাতালে ভর্তি করা হয়। দিনমজুর বাবা, তার কথায় জানা যায়, শিশু হাসপাতালের চিকিৎসক তাঁকে জানিয়েছিলেন এক ধরনের ভাইরাসে আক্রান্ত হয়েছে তার ছেলে। নিউমোনিয়া নিয়ে আক্রান্ত শিশুর সঙ্গে নতুন ভাইরাস আক্রান্তের খবরে আতঙ্কিত হয়ে পড়ে তার পরিবার।

আরও পড়ুন: 'হাজার হাজার শিক্ষকের প্রয়োজন কী...?' এবার আদালতে বিস্ফোরক বিচারপতি বিশ্বজিৎ বসু!

advertisement

আসিফের মা জানান, ডাক্তার জানিয়েছিলেন তার শিশু যে ভাইরাসে আক্রান্ত তার কোনও ওষুধ নেই একমাত্র ওষুধ হচ্ছে যদি অক্সিজেন টানতে পারে। কিন্তু শেষরক্ষা হয়নি। গতকাল গভীর রাতে অক্সিজেন টানতে না পেরে হাসপাতালেই ওই শিশুর মৃত্যু হয়। সোমবার সকালে তার দেহ বাড়ি ফিরে এলে গোটা গ্রামে শোকের ছায়া নেমে আসে।

আরও পড়ুন: কোটি কোটি পুরুষের হৃদয়ের রানী ছিলেন মীনা কুমারী! সৌন্দর্যে পৃথিবীকে পাগল করে দিয়েছিলেন! এই 'ট্রাজেডি কুইনের' ছবি তারই সাক্ষ্য দেয়...

advertisement

ছোট্ট আসিফের মৃত্যুর কারণ দেখানো হয়েছে সেফটিসাইটিস নিউমোনিয়া। যদিও তা মানতে রাজি নয় আসিফের দাদু থেকে আসিফের পরিবার। তাঁদের দাবি, ডাক্তার তাঁকে জানিয়েছিল যে নতুন ভাইরাসে আক্রান্ত ছিল আসিফ। এর ফলেই দেগঙ্গা এলাকায় অ্যাডিনো ভাইরাসের আতঙ্ক দেখা দিয়েছে।

সেরা ভিডিও

আরও দেখুন
খাওয়া-দাওয়া, আড্ডা, এসব করতে গিয়ে মিস করেছেন প্রতিমা দর্শন? চিন্তা কীসের!
আরও দেখুন

জিয়াউল আলম

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Adenovirus Scare: তিন বছরের শিশুর মৃত্যু, Adenovirus-এর আতঙ্ক বাড়ছে জেলায় জেলায়!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল