বেশ কয়েকদিন ধরে জ্বরে আক্রান্ত ছিল দেগঙ্গার আমুলিয়া গ্রাম পঞ্চায়েতের উত্তর বরুণী গ্রামের মণ্ডল পাড়ার তিন বছরের শিশু মোহাম্মদ আসিফ। দশ দিন আগে তাকে কলকাতা শিশু হাসপাতালে চিকিৎসা করিয়ে তিন দিন রাখার পর ডাক্তাররা তাকে বাড়ি পাঠিয়ে দেয়। বাড়ি ফেরার পর ফের গত শুক্রবার রাতে আসিফের অবস্থা অবনতি ঘটে।
আরও পড়ুন: আজ সোমবতী অমাবস্যাতেই মুক্তি! জীবনে আসবে সুখ-সমৃদ্ধির জোয়ার! শুধু করতে হবে এই ৬ উপায়!
advertisement
পরিবারের পক্ষ থেকে ফের আসিফকে কলকাতা শিশু হাসপাতালে ভর্তি করা হয়। দিনমজুর বাবা, তার কথায় জানা যায়, শিশু হাসপাতালের চিকিৎসক তাঁকে জানিয়েছিলেন এক ধরনের ভাইরাসে আক্রান্ত হয়েছে তার ছেলে। নিউমোনিয়া নিয়ে আক্রান্ত শিশুর সঙ্গে নতুন ভাইরাস আক্রান্তের খবরে আতঙ্কিত হয়ে পড়ে তার পরিবার।
আরও পড়ুন: 'হাজার হাজার শিক্ষকের প্রয়োজন কী...?' এবার আদালতে বিস্ফোরক বিচারপতি বিশ্বজিৎ বসু!
আসিফের মা জানান, ডাক্তার জানিয়েছিলেন তার শিশু যে ভাইরাসে আক্রান্ত তার কোনও ওষুধ নেই একমাত্র ওষুধ হচ্ছে যদি অক্সিজেন টানতে পারে। কিন্তু শেষরক্ষা হয়নি। গতকাল গভীর রাতে অক্সিজেন টানতে না পেরে হাসপাতালেই ওই শিশুর মৃত্যু হয়। সোমবার সকালে তার দেহ বাড়ি ফিরে এলে গোটা গ্রামে শোকের ছায়া নেমে আসে।
ছোট্ট আসিফের মৃত্যুর কারণ দেখানো হয়েছে সেফটিসাইটিস নিউমোনিয়া। যদিও তা মানতে রাজি নয় আসিফের দাদু থেকে আসিফের পরিবার। তাঁদের দাবি, ডাক্তার তাঁকে জানিয়েছিল যে নতুন ভাইরাসে আক্রান্ত ছিল আসিফ। এর ফলেই দেগঙ্গা এলাকায় অ্যাডিনো ভাইরাসের আতঙ্ক দেখা দিয়েছে।
জিয়াউল আলম