Somvati Amavasya 2023: আজ সোমবতী অমাবস্যাতেই মুক্তি! জীবনে আসবে সুখ-সমৃদ্ধির জোয়ার! শুধু করতে হবে এই ৬ উপায়!
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
Somvati Amavasya: জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী সোমবতী অমাবস্যায় কালসর্প দোষ ও পিতৃদোষ থেকে মুক্তির উপায় করতে পারেন। আবার এই তিথিতে শিব ও পার্বতীর পুজো করলে তাঁদের আশীর্বাদ পেতে পারেন। এর ফলে সুখ-সমৃদ্ধি বৃদ্ধি পায়।
advertisement
জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী সোমবতী অমাবস্যায় কালসর্প দোষ ও পিতৃদোষ থেকে মুক্তির উপায় করতে পারেন। আবার এই তিথিতে শিব ও পার্বতীর পুজো করলে তাঁদের আশীর্বাদ পেতে পারেন। এর ফলে সুখ-সমৃদ্ধি বৃদ্ধি পায়। সোমবতী অমাবস্যার বিশেষ তিথিতে কালসর্প দোষ ও পিতৃদোষ থেকে মুক্তির জন্য কিছু বিশেষ উপায় অনুসরণ করার পরামর্শ দেন জ্যোতিষবিদরা।
advertisement
১. পিতৃ দোষ মুক্তির উপায় আজ সোমবতী অমাবস্যায় অশ্বত্থ গাছে জল ও দুধ নিবেদন করুন। এর পর পাঁচ ধরনের মিষ্টি নিবেদন করতে হবে। এরপরে বিষ্ণুর ধ্যান করে একটি উপবীত অশ্বত্থ গাছে তা অর্পণ করে প্রদীপ জ্বালাতে হবে। এর পর 'ওম নমো ভগবতে বাসুদেবায়' মন্ত্র জপ করুন। এই মন্ত্র জপ করে ১০৮ বার পরিক্রমা করবেন। তার পর গাছে বসে থাকা কাঁককে চাল ও ঘিয়ের তৈরি লাড্ডু খাওয়ান। মাছকেও এই লাড্ডু খাওয়াতে পারেন। এই উপায় করলে পিতৃদোষ থেকে মুক্তি পেতে পারেন। জীবনে উন্নতির পথ প্রশস্ত হবে।
advertisement
advertisement
৩. কালসর্প দোষ থেকে মুক্তির উপায় সোমবতী অমাবস্যার সকালে শিবের পুজো করুন। এই দিন রুদ্রাভিষেক করলেও সুফল পাবেন। এর পর কোনও তীর্থ স্থানে গিয়ে রুপোর নাগ-নাগিনের জোড়ার পুজো করুন। পুজোর পর সেগুলি নদীতে প্রবাহিত করে দিন। তার পর হাত জোড় করে কালসর্প দোষ থেকে মুক্তির জন্য প্রার্থনা করুন। এর ফলে কালসর্প দোষ থেকে মুক্তি পাবেন ও ধন-ধান্যে বৃদ্ধি হবে।
advertisement
৪. দুশ্চিন্তা দূর করুন এই উপায়ে সোমবতী অমাবস্যার দিনে অবশ্যই তুলসীর পুজো করবেন। তুলসী গাছে জল নিবেদন করুন ও ধূপকাঠি দেখান, প্রদীপ জ্বালান। তুলসীকে শৃঙ্গারের জিনিস নিবেদন করুন। তার পর শ্রীহরি, শ্রহরি জপ করতে করতে ১০৮ বার পরিক্রমা করুন। পরিক্রমার পর পিতৃপুরুষদের নামে দান-পুণ্য করুন। এর প্রভাবে জীবনের সমস্ত সমস্যা দূর হবে। জাগতিক দুঃখ কষ্ট ও নানান সমস্যা ও জটিলতা জীবন ঘিরে থাকলে আবার ধন-সমৃদ্ধির পথে কোনও বাধা থাকলে তা-ও সরে যাবে এই উপায়ে।
advertisement
৫. আরোগ্য লাভের উপায় এছাড়াও রোগ-bhog থেকে মুক্তির উপায়ও রয়েছে এই বিশেষ তিথিতে। শারীরিক অসুস্থতা থেকে মুক্তির জন্য সোমবতী অমাবস্যার দিনে একটি সুতো নিয়ে রোগী নিজের উচ্চতার সমান কেটে নিন। তার পর সেই সুতো অশ্বত্থ গাছে জড়়িয়ে দিন। এই উপায় করলে আরোগ্য লাভ সহজ হবে। এমনকি শনি দোষ থেকেও মুক্তি পাবেন। চাকরি ও ব্যবসায় উন্নতি লাভ করতে পারবেন এই রাশির জাতক।
advertisement
৬. আর্থিক সমৃদ্ধির উপায় এছাড়াও আর্থিক উন্নতি ও পিতৃ দোষ থেকে মুক্তির জন্য পাঁচ রঙের মিষ্টি অশ্বত্থ পাতায় রেখে সেই গাছের পাশে রেখে দিন। তার পর পূর্বপুরুষদের ধ্যান ও তর্পণ করুন। এই প্রসাদটিকে দরিদ্র, শিশু বা ব্রাহ্মণদের মধ্যে বিতরণ করে দিন। এর ফলে পিতৃদোষ থেকে মুক্তি পাবেন ও পরিবার সুখ সমৃদ্ধিতে ভরে যাবে।
advertisement