স্থানীয় বাসিন্দারা অভিযোগ, টাইম কলে দীর্ঘদিন ধরে জল আসছে না। প্রাথমিকভাবে পুরসভার পক্ষ থেকে ট্যাঙ্কার পাঠিয়ে জল দেওয়ার ব্যবস্থা করা হয়েছিল। কিন্তু গত কয়েকদিন ধরে সেই জলের ট্যাঙ্কারও আসছে না। যার ফলে পানীয় জল পাচ্ছেন না এলাকার বাসিন্দারাও। এমন অবস্থায় তাঁদের ভরসা করতে হচ্ছে কুয়ো এবং পুকুরগুলির ওপর। কিন্তু সেই জল ব্যবহার করা কতটা স্বাস্থ্যকর, তা নিয়ে চিন্তিত সকলেই।
advertisement
আরও পড়ুন: হাওড়ায় ইতিহাস! জল যন্ত্রণা থেকে মুক্তি দিতে ভূগর্ভস্থ পাইপ লাইনে নামবে ডুবুরি
কিন্তু কেন জল আসছে না? এই বিষয়ে ১০৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জানিয়েছেন, পাইপলাইনে কিছু সমস্যা রয়েছে। যে কারণে টাইম কলে জল আসছে না। তাছাড়াও যে সমস্ত জায়গাগুলিতে জলের সঙ্কট দেখা দিয়েছে, সেই জায়গাগুলি অপেক্ষাকৃত উঁচু। তার ফলে সমস্যা দেখা দিচ্ছে। যদিও এলাকায় জল সঙ্কট মেটাতে দুটি পাইপলাইন করা হয়েছে বলেও তিনি জানিয়েছেন। খুব শীঘ্রই সমস্যা মিটে যাওয়ার আশ্বাস দিয়েছেন তিনি। তবে স্থানীয়দের দাবি, এই গরমে পানীয় জলের কষ্ট সহ্য করা আর সম্ভব হচ্ছে না। তাঁরা দ্রুত সমস্যা সমাধানের আর্জি জানিয়েছেন।
নয়ন ঘোষ