পরিবার সূত্রে জানা গেছে, গত কয়েক মাস ধরে অভিযুক্ত যুবকটি ওই ছাত্রীর উপর বিয়ের জন্য চাপ দিচ্ছিল। কিন্তু ছাত্রী ও তার পরিবার সেই প্রস্তাব প্রত্যাখ্যান করলে যুবক ক্রমশ অশালীন আচরণে নামেন। নিয়মিত ওই ছাত্রীর মোবাইলে অশ্লীল বার্তা পাঠানো ও হুমকি দেওয়া শুরু করে সে। গত কয়েকদিন ধরে চলা এই মানসিক নির্যাতনের পর, এদিন গভীর রাতে ভয়ঙ্কর রূপ নেয় ঘটনাটি।
advertisement
“আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন”
অভিযোগ, রাতে ছাত্রীর ঘরের জানালার উপরের ঘুলঘুলি দিয়ে অ্যাসিড ছুঁড়ে মারে ওই যুবক। মুহূর্তের মধ্যে চিৎকারে ছুটে আসে পরিবারের সদস্যরা। আহত অবস্থায় প্রথমে তাকে মিনাখাঁ গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে আশঙ্কাজনক অবস্থায় কলকাতার এক সরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন, তার মুখ ও গলার অংশে গুরুতর দগ্ধ ক্ষত রয়েছে।
ছাত্রীর পরিবারের দাবি, এর আগেও একই যুবক এসিড হামলার চেষ্টা করেছিল। বিষয়টি জানান হয়েছিল অভিযুক্তের পরিবারকেও, কিন্তু তারা কোনও ব্যবস্থা নেয়নি। এখন ওই পরিবারের পক্ষ থেকে অভিযুক্তের কঠোরতম শাস্তির দাবি জানানো হয়েছে।এই ঘটনায় মিনাখাঁ থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
জুলফিকার মোল্যা