আরও পড়ুনঃ দুধ নয়, ক্যালসিয়ামে ভর্তি এই ৩ ‘ফল’! হাড় হবে ‘ইস্পাত কঠিন’! ভরে ভরে দেবে শক্তি
স্থানীয় সূত্রে খবর, এই দিন সকালবেলা কোন্নগর অ্যালকালি মাঠে খেলতে এসেছিলেন ওই স্কুল পড়ুয়া। খেলা শেষে একসঙ্গে পাঁচজন বার মন্দির ঘাটে গঙ্গাস্নান করতে নেমেছিলেন। সেই সময়ে তিনজন উঠে গেলেও বাকি দুজন আর জল থেকে উঠতে পারেননি। ঘটনায় শোকের ছায়া পরিবার পরিজনদের মধ্যে। বিপর্যয় মোকাবিলা দল ডুবুরি নিয়ে এসে জলে ডুবে যাওয়া দুই বাচ্চাদের উদ্ধার কাজ চালাচ্ছেন।
advertisement
আরও পড়ুনঃ বড় পদক্ষেপ! শ্রমিকদের সুবিধা থেকে বঞ্চিত করলেই বাগানের বিরুদ্ধে ব্যবস্থা
হুগলির রিষড়া এন এস রোডের বাসিন্দা জলে ডুবে নিখোঁজ দুই বালকের পরিবার। স্কুলের ছুটি থাকায় আজ সকালে তারা খেলতে এসেছিলেন মাঠে। বন্ধুদের সঙ্গে খেলার পর নেবে ছিলেন গঙ্গায় জলে চান করতে। তবে পরিবারের দাবি তাদের দুজনেরই কেউ সাঁতার জানতেন না। সেই কারণেই এমন পরিণতি। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য কোন্নগর বারো মন্দির চত্বরে।
রাহী হালদার







