বাইক নিয়ে ডাকবাংলা দিক থেকে ফারাক্কার দিকে ১২নম্বর জাতীয় সড়কে এক শিশু সহ চারজনকে পিষে দিলো ডাম্পার। মঙ্গলবার রাত আটটা নাগাদ ঘটনায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয় সামসেরগঞ্জের ডাকবাংলা জামিয়া কাটানে। দুর্ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে তিনজনের। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে আরও একজনকে নিয়ে যাওয়া হলে সেখানেই তার মৃত্যু হয়।
advertisement
ঘটনার জেরে বিক্ষুব্ধ সাধারণ মানুষ জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন দীর্ঘক্ষণ ধরে। ওভারলোড ডাম্পার গাড়ির দ্রুত গতিতে যান চলাচলের কারনেই এই পথ দুর্ঘটনার স্বীকার হয়েছেন চারজন বলেই অভিযোগ করেন বাসিন্দারা।
জানা গিয়েছে, দুটি মটর বাইকে চেপে এক শিশু সহ চারজন ইদের আনন্দ উপভোগ করতে জাতীয় সড়ক ধরে বাইক রাইডিং করছিলেন। আর তখনই ডাম্পার এসে দুটি মটর বাইকে পিষে দেয়। ঘটনার জেরে মৃত্যু হয় তাদের। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সামসেরগঞ্জ থানার বিশাল পুলিশ বাহিনী। ইতিমধ্যেই ঘাতক ডাম্পারটিকে আটক করেছে পুলিশ। পুলিশ দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জঙ্গিপুর মহকুমা হাসপাতাল মর্গে পাঠিয়েছে। অন্যদিকে জাতীয় সড়ক অবরোধ তোলার পর দীর্ঘক্ষণ পরে যানজট মুক্ত হয় জাতীয় সড়ক। অন্যদিকে ইদের আনন্দ মুহূর্তেই শোকে পরিনত হতেই মৃতের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
Kaushik Adhikary