TRENDING:

রাস্তা পার করতে গিয়ে চরম সর্বনাশ! সজোরে লরির ধাক্কায় পিষে... র*ক্তে রাঙা ১২ নম্বর জাতীয় সড়ক

Last Updated:

Barasat Accident: রাস্তা পারাপার করতে গিয়ে ঘটল চরম অঘটন। দত্তপুকুর ময়না এলাকার ১২ নম্বর জাতীয় সড়কে লরির চাকায় পিষে প্রাণ হারালেন এক ব্যক্তি। ঘটনাস্থলেই মারা যান তিনি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বারাসাত, উত্তর ২৪ পরগনা, জিয়াউল আলম: ১২ নম্বর জাতীয় সড়কে মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন এক ব্যক্তি। লরির চাকায় পিষে গিয়ে মৃত্যু হয়েছে প্রৌঢ়ের। বুধবার গভীর রাতে দুর্ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনা জেলার দত্তপুকুর ময়না এলাকায়।
 ১২ নম্বর জাতীয় সড়কে  লরির চাকায় পিষে প্রাণ হারালেন এক ব্যক্তি
১২ নম্বর জাতীয় সড়কে লরির চাকায় পিষে প্রাণ হারালেন এক ব্যক্তি
advertisement

পুলিশ ও পরিবার সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম অভীক সাহা (৪৬)। হুগলি জেলার মিশ্রতলা, ধানিয়াখালি এলাকার বাসিন্দা মৃত যুবক। কর্মসূত্রে বারাসাত লালি সিনেমা হলের কাছে একাই ভাড়া থাকতেন তিনি।

আরও পড়ুনঃ ‘আমাদের পাড়া আমাদের সমাধানে’ এসে হঠাৎই অজ্ঞান মহিলা! দেবদূতের মতো হাজির বিধায়ক! ‘নেতা’র চিকিৎসাতেই সেরে উঠলেন

advertisement

উত্তর ২৪ পরগনার দত্তপুকুর ময়না এলাকার ১২ নম্বর জাতীয় সড়কে লরির চাকায় পিষে দুর্ঘটনাটি ঘটেছে। গভীর রাতে রাস্তা পার হতে গিয়েই লরির সঙ্গে ধাক্কা লাগে অভীক সাহার। ঘটনাস্থলে মৃত্যু হয়েছে বলে স্থানীয় সূত্রে খবর। চিকিৎসার সুযোগ দেননি তিনি। পরবর্তীতে দত্তপুকুর থানার পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে বারাসাত মেডিক্যাল কলেজের মর্গে পাঠিয়েছে।

advertisement

আরও পড়ুনঃ পরিত্যক্ত হোটেলের বাগানে ঝুলছে পচা দেহ! দুর্গন্ধে টেঁকা দায়! গৃহবধূর এমন পরিণতি কীভাবে?

পাশাপাশি ঘাতক লরিটিকেও আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তবে দুর্ঘটনার পর থেকেই পলাতক গাড়ির চালক। হাসপাতালে এসে দেহ শনাক্ত করেছে মৃতের পরিবার। শোকের ছায়া পরিবারে।

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
রাস্তা পার করতে গিয়ে চরম সর্বনাশ! সজোরে লরির ধাক্কায় পিষে... র*ক্তে রাঙা ১২ নম্বর জাতীয় সড়ক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল