পুলিশ ও পরিবার সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম অভীক সাহা (৪৬)। হুগলি জেলার মিশ্রতলা, ধানিয়াখালি এলাকার বাসিন্দা মৃত যুবক। কর্মসূত্রে বারাসাত লালি সিনেমা হলের কাছে একাই ভাড়া থাকতেন তিনি।
advertisement
উত্তর ২৪ পরগনার দত্তপুকুর ময়না এলাকার ১২ নম্বর জাতীয় সড়কে লরির চাকায় পিষে দুর্ঘটনাটি ঘটেছে। গভীর রাতে রাস্তা পার হতে গিয়েই লরির সঙ্গে ধাক্কা লাগে অভীক সাহার। ঘটনাস্থলে মৃত্যু হয়েছে বলে স্থানীয় সূত্রে খবর। চিকিৎসার সুযোগ দেননি তিনি। পরবর্তীতে দত্তপুকুর থানার পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে বারাসাত মেডিক্যাল কলেজের মর্গে পাঠিয়েছে।
আরও পড়ুনঃ পরিত্যক্ত হোটেলের বাগানে ঝুলছে পচা দেহ! দুর্গন্ধে টেঁকা দায়! গৃহবধূর এমন পরিণতি কীভাবে?
পাশাপাশি ঘাতক লরিটিকেও আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তবে দুর্ঘটনার পর থেকেই পলাতক গাড়ির চালক। হাসপাতালে এসে দেহ শনাক্ত করেছে মৃতের পরিবার। শোকের ছায়া পরিবারে।