এদিন ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার অন্তর্গত সমুদ্রগড়ের নিমতলা বাজার এলাকায়। জানা গিয়েছে বুধবার সকালে ওই কলেজ ছাত্রী তার সাইকেলে করে সমুদ্রগড়ের মোল্লার বিল এলাকা থেকে নিচু চাপাহাটি এলাকায় তার দিদির বাড়ি যাচ্ছিল। দিদির বাড়ি যাওয়ার পথেই মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটে।
আরও পড়ুন: দেখা মিলল সলমানের, টাইগার ৩-র চোখ ধাঁধানো টিজার কাঁপাচ্ছে! বড় যোগ শাহরুখের, দেখুন
advertisement
জানা গিয়েছে, সাইকেল নিয়ে রাস্তা দিয়ে যখন ওই কলেজ ছাত্রী যাচ্ছিল তখন একটি ট্যাংকার গাড়ি বছর উনিশের ওই কলেজ ছাত্রীকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় বছর উনিশের কলেজ ছাত্রীর। দুর্ঘটনায় মৃত কলেজ ছাত্রীর নাম চায়না মণ্ডল। সে পূর্ব বর্ধমান জেলার নবদ্বীপ বিদ্যাসাগর কলেজের প্রথম বর্ষের ছাত্রী।
আরও পড়ুন: কিছু খেলেই বুকজ্বালা করে? অ্যাসিডিটি ও গ্যাসের সমস্যা নির্মূল করবে এই চেনা সবজি
এই প্রসঙ্গে মৃত কলেজ ছাত্রী চায়না মণ্ডলের জামাইবাবু বিকাশ সরকার জানিয়েছেন, ” আমি কাজের মধ্যে ছিলাম , হটাৎ বাড়ি থেকে ফোন পাই। হাসপাতালে এসে দেখি সব শেষ। ও বাড়ি থেকে আমাদের বাড়ি , নিচু চাপাহাটি এলাকায় আসছিল। রাস্তায় গ্যাস ট্যাংকারে ধাক্কা মেরেছে। ও নবদ্বীপ বিদ্যাসাগর কলেজে পড়াশোনা করত।”
দুর্ঘটনার পর ঘাতক ট্যাঙ্কার গাড়িটিকে আটক করেছে নাদনঘাট থানার পুলিশ। এদিন বুধবার মৃত কলেজ ছাত্রীর দেহ ময়নাতদন্তের জন্য কালনা মহকুমা হাসপাতালে পাঠানো হয়। দুর্ঘটনার জেরে স্বভাবতই শোকের ছায়া নেমে এসেছে মৃত ছাত্রীর পরিবার পরিজনদের মধ্যে।
বনোয়ারীলাল চৌধুরী