Tiger 3 Teaser: দেখা মিলল সলমানের, টাইগার ৩-র চোখ ধাঁধানো টিজার কাঁপাচ্ছে! বড় যোগ শাহরুখের, দেখুন
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
Tiger 3 Teaser: যশ রাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের নতুন ছবি সলমান খানের 'টাইগার ৩'-এর ঝলক বের হওয়া মাত্রই সোশ্যাল মিডিয়ায় হইচই পড়ে গিয়েছে।
কলকাতা: অপেক্ষার অবসান। এজেন্ট টাইগার হয়ে ফের একবার পর্দা কাঁপাতে হাজির সলমান খান। বুধবার প্রকাশ্যে এল ‘টাইগার ৩’-এর টিজার। ছবিতে দেখা যাবে ক্যাটরিনা কাইফ ও ইমরান হাশমিকে। যশ রাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের নতুন ছবি ‘টাইগার ৩’-এর ঝলক বের হওয়া মাত্রই সোশ্যাল মিডিয়ায় হইচই পড়ে গিয়েছে।
ছবিতে নাকি বিরাট যোগ রয়েছে শাহরুখ খানের জওয়ান-এর। এক ঝলকেই বাজিমাত করেছে টাইগার ৩। ফের সলমানের টাইগার অবতার দেখেই দারুণ খুশি ভক্তরা। টাইগার ৩ -এর টিজার দেখেই ভাইজান ভক্তরা বলছেন, এই ছবি পাঠান, জওয়ান-এর রেকর্ড ভেঙে হাজার কোটির থেকেও বেশি ব্যবসা করবে। দীপাবলিতে মুক্তি পাবে ভাইজানের নতুন ছবি টাইগার ৩। দর্শকদের মধ্যে ইতিমধ্যেই এই ছবি নিয়ে কৌতূহলের পারদ ঊর্ধ্বমুখী।
advertisement
advertisement
আরও পড়ুন: কিছু খেলেই বুকজ্বালা করে? অ্যাসিডিটি ও গ্যাসের সমস্যা নির্মূল করবে এই চেনা সবজি
প্রত্যেকেই ছবির ট্রেলারের অপেক্ষায় রয়েছেন। দর্শকদের উত্তেজনাকে আরও কিছুটা বাড়িয়ে দিতেই সামজমাধ্যমে বিশেষ প্রথম টিজার হিসাবে বার্তা দিলেন সলমান। পোশাকি নাম ‘টাইগার কা মেসেজ’। প্রয়াত পরিচালক যশ চোপড়ার জন্মদিনেই মুক্তি পেল সলমানের টাইগার ৩-এর টিজার।
advertisement
আরও পড়ুন: অক্ষয়ের সঙ্গে ছবি করবেন? শাহরুখের সোজা উত্তর, ‘হতেই পারে না’! কেন এমন বলেছিলেন বাদশা জানেন?
সলমানের মুখে জমকালো সংলাপের পাশাপাশি এ বারে ছবিতে অ্যাকশনের পরিমাণও যে বেড়েছে তার ইঙ্গিত পাওয়া গিয়েছে টিজারে। হাতে বিশালাকার বন্দুক নিয়ে শত্রুদের নিকেশ করছেন ভাইজান। পাশাপাশি রয়েছে টাইগারের পরিচিত লুক এবং স্টাইল। তাঁর প্রশ্ন, টাইগার কি দেশদ্রোহী? তার প্রমাণ দিতে হবে এবার দেশবাসীকেই।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 27, 2023 2:07 PM IST