আরও পড়ুনঃ ২০১৬-এর পর বন্ধ নিয়োগ, নেই শিক্ষক! পড়ুয়াদের সুবিধার্থে সংসদ আনছে নয়া মডেল! কী এই ‘ক্লাস্টার মডেল’
বৃহস্পতিবার কাকভরে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে একটি মিনি ট্রাক। ঘটনাটি ঘটেছে, হাওড়া বালিটিকুরি কালীতলা এলাকায়। সকাল থেকে রাত পর্যন্ত জনবহুল থাকে এই স্থান। সেখানেই দুর্ঘটনা ঘটায় মিনি ট্রাক। সকালের আলো ফোটার কিছুটা আগে তখনও মানুষের সেভাবে আনাগোনা ছিল না। যে কারণে প্রাণহানির মত ঘটনা ঘটেনি।
advertisement
স্থানীয় সূত্রে জানা যায়, একটি মালবাহী গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সজরে ধাক্কা মারে একটি ইলেকট্রিক পোস্টে। স্থানীয় সূত্রে জানা যায়, মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন ওই গাড়ির চালক। দুর্ঘটনা ঘটতেই ঘটনাস্থলে পৌঁছয় দাসনগর থানা পুলিশ। ব্যস্ত হাওড়া-আমতা রোডে দিন শুরুতেই এমন ঘটনায় আতঙ্কিত এলাকাবাসী। পুলিশ গাড়িটিকে দুর্ঘটনার স্থল থেকে উদ্ধার করে, একইসঙ্গে গাড়ি চালককে আটক করেছে পুলিশ।
রাকেশ মাইতি






