TRENDING:

Accident: ব্যস্ত হাওড়া-আমতা রোডে বড় দুর্ঘটনা! নিয়ন্ত্রণ হারিয়ে বাতিস্তম্ভে ধাক্কা মিনি ট্রাকের

Last Updated:

Accident: দশহরার সকালে বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা! অল্পের জন্য প্রাণ রক্ষা বহু মানুষের। রাস্তার পার্শ্ববর্তীতে থাকা পোস্ট বাঁচালো বহু মানুষের প্রাণ। ব্যস্ত সড়ক ঘন জনবসতি যে কারণে জেলায় রাজ্য ও জাতীয় সড়কে মাঝে মধ্যেই দুর্ঘটনা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হাওড়া: দশহরার সকালে বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা! অল্পের জন্য প্রাণ রক্ষা বহু মানুষের। রাস্তার পার্শ্ববর্তীতে থাকা পোস্ট বাঁচালো বহু মানুষের প্রাণ। ব্যস্ত সড়ক ঘন জনবসতি যে কারণে জেলায় রাজ্য ও জাতীয় সড়কে মাঝে মধ্যেই দুর্ঘটনা। এই বর্ষায় দুর্ঘটনার প্রবণতা আরও বেশি। নজর দাড়ির পাশাপাশি বিভিন্ন সময় সচেতনতার কর্মসূচি পুলিশের। এই বর্ষার সময় সাইকেল ও বাইক আরোহীদের ক্ষেত্রে বাড়তি সতর্কতা প্রয়োজন। দুর্ঘটনা কমাতে দিনরাত বিভিন্ন পরিকল্পনা করে চলেছে জেলা পুলিশ। গতি নিয়ন্ত্রণ থেকে সতর্কতার কর্মসূচির মাধ্যমে দুর্ঘটনার প্রবণতা কমানোর চেষ্টা। এর মধ্যেই নানা কারণে দুর্ঘটনা অব্যাহত।
অল্পের জন্য প্রাণ রক্ষা মানুষের পথচারীদের প্রাণ বাঁচাল ইলেকট্রিক পোস্ট
অল্পের জন্য প্রাণ রক্ষা মানুষের পথচারীদের প্রাণ বাঁচাল ইলেকট্রিক পোস্ট
advertisement

আরও পড়ুনঃ ২০১৬-এর পর বন্ধ নিয়োগ, নেই শিক্ষক! পড়ুয়াদের সুবিধার্থে সংসদ আনছে নয়া মডেল! কী এই ‘ক্লাস্টার মডেল’

বৃহস্পতিবার কাকভরে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে একটি মিনি ট্রাক। ঘটনাটি ঘটেছে, হাওড়া বালিটিকুরি কালীতলা এলাকায়। সকাল থেকে রাত পর্যন্ত জনবহুল থাকে এই স্থান। সেখানেই দুর্ঘটনা ঘটায় মিনি ট্রাক। সকালের আলো ফোটার কিছুটা আগে তখনও মানুষের সেভাবে আনাগোনা ছিল না। যে কারণে প্রাণহানির মত ঘটনা ঘটেনি।

advertisement

স্থানীয় সূত্রে জানা যায়, একটি মালবাহী গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সজরে ধাক্কা মারে একটি ইলেকট্রিক পোস্টে। স্থানীয় সূত্রে জানা যায়, মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন ওই গাড়ির চালক। দুর্ঘটনা ঘটতেই ঘটনাস্থলে পৌঁছয় দাসনগর থানা পুলিশ। ব্যস্ত হাওড়া-আমতা রোডে দিন শুরুতেই এমন ঘটনায় আতঙ্কিত এলাকাবাসী। পুলিশ গাড়িটিকে দুর্ঘটনার স্থল থেকে উদ্ধার করে, একইসঙ্গে গাড়ি চালককে আটক করেছে পুলিশ।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত শান্তিকেতনে রয়েছে কবিগুরুর ছাপাখানা, ঐতিহ্য-ইতিহাস
আরও দেখুন

রাকেশ মাইতি

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Accident: ব্যস্ত হাওড়া-আমতা রোডে বড় দুর্ঘটনা! নিয়ন্ত্রণ হারিয়ে বাতিস্তম্ভে ধাক্কা মিনি ট্রাকের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল