জানা গিয়েছে, বালেশ্বর থেকে খড়গপুরগামী ১৬ নং জাতীয় সড়কের উকুনমারি এলাকায় একটি অ্যাসিড ট্যাঙ্কারে লিকেজের ঘটনা ঘটে। স্বাভাবিকভাবে অনর্গল বেরোতে থাকে ধোঁয়া। বেরোতে থাকে হলুদ রংয়ের অ্যাসিডও। মুহূর্তের মধ্যে গোটা এলাকা ঢেকে যায় ধোঁয়ায়। স্থানীয়দের দাবি, রাস্তার একটি ধারে কাদায় আটকে গিয়েছিল এই ট্যাঙ্কারটি। তাতেই একটি ক্রেন দিয়ে টানার চেষ্টা করলে হঠাৎ এই ট্যাংকের ভাল্ভ খুলে যায়।এরপরই বেরোতে থাকে এই বিষাক্ত অ্যাসিড।
advertisement
“আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন”
মঙ্গলবার দুপুরে এই ঘটনায় এলাকায় বেশ আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়। এই খবর পেয়ে ঘটনাস্থলে আসে নারায়ণগড় থানার পুলিশ ও জাতীয় সড়ক কর্তৃপক্ষ। বেশ কিছুক্ষণের চেষ্টায় পরিস্থিতির সামাল দেওয়ার চেষ্টা হয়৷ কিন্তু শেষ পর্যন্ত তা না হওয়াতে খবর যায় খড়গপুর দমকল বিভাগে। দমকলের একটি ইঞ্জিন এসে প্রায় ঘণ্টাখানেকের চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বিষাক্ত ধোঁয়া ও গ্যাসে ভরে যায় চারিদিক। খড়গপুর থেকে বালেশ্বর গামী একটি লেন বেশ কিছুক্ষণের জন্য অবরুদ্ধ হয়ে থাকে। এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ ও জাতীয় সড়ক কর্তৃপক্ষ। জল দিয়ে পরিষ্কার করা হয় রাস্তা। এই ঘটনার পর থেকেই গাড়ির চালককে আটক করা হয়েছে।
রঞ্জন চন্দ