বিদ্যালয়ের হলঘর অর্থাৎ বড় একটি ঘরে প্রত্যেকটি ক্লাসের ছাত্রদের নিয়ে চলছে পঠন পাঠন। আর সেখানেই বসানো হয়েছে এসি। এহেনও ব্যবস্থাকে সাধুবাদ জানিয়েছেন অভিভাবকরাও। এমনই ছবি ধরা পড়ল নদিয়ার হবিবপুর এলাকার এক প্রাথমিক স্কুলে। বিদ্যালয়ের নাম দোহারপাড়া প্রাথমিক বিদ্যালয়। বর্তমানে সেখানে মোট শিক্ষক-শিক্ষিকা রয়েছে পাঁচ জন। বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী সংখ্যা ৫২।
advertisement
আরও পড়ুন: নৌকার মাঝি হয়ে জলমগ্ন জলপাইগুড়িতে উদ্ধার কাজে বিডিও!
জানা গিয়েছে, এই গরমে ক্লাসরুমে এসি লাগানোর পর বিদ্যালয়ে পড়ুয়াদের আসার সংখ্যা অনেকটা বৃদ্ধি পেয়েছে। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বলেন, প্রত্যেকটি বিদ্যালয়েই উন্নয়নের অর্থ আসে। কিন্তু আমাদের বিদ্যালয়ের সেই অর্থ থেকে কিছু কিছু বাঁচিয়ে এবং নিজেদের উদ্যোগে আমরা এই এসির ব্যবস্থা করেছি। সমস্ত বিষয়টি পঞ্চায়েত এবং বিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েই করা হয়েছে। কিন্তু বিদ্যুতের বিলের খরচ বৃদ্ধির বিষয়ে জানতে চাওয়া হলে তাঁরা বলেন, ১২ মাস তো আর এসি চালাব না। ইদানিং এতটাই তীব্র গরম পড়েছে যে ছাত্র-ছাত্রীরা স্কুলমুখ হচ্ছে না। এসি চলবে এক মাস, তাই বাড়তি বিল নিজেরাই অর্থাৎ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের নিজেদের অর্থ থেকেই মেটানো হবে। স্থানীয় পঞ্চায়েতও সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে।
মৈনাক দেবনাথ