যাত্রীদের অভিযোগ, লক্ষাধিক মানুষ প্রতিদিন বামনগাছি স্টেশন ব্যবহার করেন। অথচ নতুন চালু হওয়া এসি লোকাল ট্রেন এখানে দাঁড়ায় না। ফলে বহু যাত্রীদের যথেষ্ট অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। ওই ট্রেন ধরতে গেলে পিছনের স্টেশন অর্থাৎ দত্তপুকুর এ গিয়ে ট্রেন ধরতে হচ্ছে তাদের। বিক্ষোভকারী যাত্রীদের দাবি, স্টপেজ চালু হলে বহু মানুষ উপকৃত হবেন এবং ভিড় এড়িয়ে আরামদায়কভাবে যাতায়াত করতে পারবেন।
advertisement
প্রতিনিধি দলের তরফে জানানো হয়, সাধারণ লোকালের তুলনায় এসি লোকালের টিকিটের দাম বেশি হলেও যাত্রীদের চাহিদা ক্রমশ বাড়ছে। তাই শুধু স্টপেজই নয়, বনগাঁ শাখায় এসি লোকালের সংখ্যা বাড়ানোও অত্যন্ত প্রয়োজনীয়। এতে যাত্রী যেমন উপকৃত হবেন, তেমনই ভারতীয় রেলও লাভবান হবে বলে মনে করছেন এই শাখার যাত্রীরা। শিয়ালদহ ডিআরএম কর্তৃপক্ষ ডেপুটেশন গ্রহণ করেছেন। এখন দেখার বিষয়, যাত্রীদের দাবির পরিপ্রেক্ষিতে বামনগাছির মতো নন-স্টপ স্টেশনে এসি লোকালের স্টপেজ চালু হয় কিনা।






