মোট পাঁচটি শীতাতপ নিয়ন্ত্রিত অ্যাম্বুল্যান্স পরিষেবা চালু হল। এতে অক্সিজেন সহ প্রেসার পরীক্ষার ব্যবস্থাও রয়েছে। থাকে প্রশিক্ষিত নার্সও। আগে বারুইপুর মহকুমা হাসপাতালে চারটি ১০২ অ্যাম্বুল্যান্স চালু ছিল কিন্তু তা ছিল সাধারণ। এবার শীতাতপ নিয়ন্ত্রিত অ্যাম্বুল্যান্স চালু হওয়ায় খুশি রোগীর পরিবার পরিজন। হাসপাতালের এই অত্যাধুনিক পরিষেবা তাঁরা বেজায় খুশি।
আরও পড়ুন: ঠাকুরনগর ঠাকুরবাড়ি যেন ‘রথ দেখা, কলা বেচা’! CAA নিয়ে বিশাল আয়োজন, মন্দিরে এসেই উপকৃত ১০ হাজার
advertisement
এ প্রসঙ্গে দক্ষিণ ২৪ পরগনার ওই হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, যাতে কোনও গুরুতর সমস্যার সম্মুখীন হতে না হয়, বিশেষ করে প্রসূতিদের মায়েদের যদি কোনও কারণে কোনও সমস্যা চলেও আসে সেই সমস্যার সমাধানের জন্য এই পরিষেবা। এই প্রকল্পের মূল লক্ষ্য হল প্রসূতিদের মা ও নবজাতকদের জন্য নিরাপদ দ্রুত ও বিনামূল্যে অ্যাম্বুল্যান্স পরিষেবা প্রদান করা।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
রাজ্যের যে সমস্ত প্রসূতিদের মা প্রসবের সময় বা প্রসব পরবর্তী সময়ে হাসপাতালে যাওয়ার জন্য পরিবহনের বিভিন্ন সমস্যায় পড়েন তারা খুব সহজেই এক বিশেষ অ্যাম্বুল্যান্সের সাহায্য পেতে পারে এই প্রকল্পের মাধ্যমে। আমাদের রাজ্যের বিভিন্ন অংশে বহু মা প্রসবের সময় সঠিক চিকিৎসার অভাবে মারা যান বা শিশুরাও বিপদের মুখে পড়ে, বিশেষ করে গ্রামীণ বা দুর্গম অঞ্চলে হাসপাতালে পৌঁছাতে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়, ঠিক এই সমস্যার সমাধান করতে এবার শীতাতপ নিয়ন্ত্রিত অ্যাম্বুল্যান্স।