TRENDING:

Abhishek || Sagardighi: 'এত ক্ষোভ কেন?' সাগরদিঘি ভুলে যান...! পঞ্চায়েতের আগে দলকে ম্যাজিক 'মন্ত্র' বলে দিলেন ক্যাপ্টেন অভিষেক

Last Updated:

Abhishek || Sagardighi: তৃণমূলের নবজোয়ার কর্মসূচিতে আজও মুর্শিদাবাদে অভিষেক বন্দ্যোপাধ্যায়। জেলার দলীয় নেতৃত্বের সঙ্গে অভ্যন্তরীণ আলোচনায় এদিন কড়া বার্তা দেন তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড। সাফ জানিয়ে দেন, "দলের নির্দেশ আর প্রার্থী সবাইকে মানতে হবে৷ মতানৈক্য ভুলে ঐক্যবদ্ধভাবে লড়তে হবে।"

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুর্শিদাবাদ: তৃণমূলের নবজোয়ার কর্মসূচিতে আজও মুর্শিদাবাদে অভিষেক বন্দ্যোপাধ্যায়। জেলার দলীয় নেতৃত্বের সঙ্গে অভ্যন্তরীণ আলোচনায় এদিন কড়া বার্তা দেন তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড। সাফ জানিয়ে দেন, “দলের নির্দেশ আর প্রার্থী সবাইকে মানতে হবে৷” দলীয় কোন্দলকে কোনওভাবেই যে প্রশ্রয় দেওয়া হবে না তা স্পষ্ট করে অভিষেক বলেন, “মাঝে মধ্যেই এত ক্ষোভ কেন? একে মানছি না, ওকে মানব না এই সব করা চলবে না৷ সবাইকে নিয়ে চলতে হবে। দল যে কর্মসূচী দিচ্ছে তা করতেই হবে। মনে রাখবেন দল সব সময় নজরদারি রাখছে।”
অভিষেক বন্দোপাধ্যায়। ফাইল ছবি
অভিষেক বন্দোপাধ্যায়। ফাইল ছবি
advertisement

এদিন মুর্শিদাবাদে স্বভাবতই বার বার অভিষেকের মুখে উঠে আসে সাগরদিঘি প্রসঙ্গ। তিনি বলেন, “সাগরদিঘি নিয়ে ভেবে বসে লাভ নেই। মানুষকে বোঝান, অধীর চৌধুরী বা কংগ্রেস কিছুই করেনি এখানে৷ তৃণমূল কংগ্রেস আগেও লড়েছে, আর এখনও পাশে আছে।” দলীয় নেতাদের সতর্ক করে অভিষেক আবার বলেন, “মানুষের স্বতঃস্ফূর্ততা দেখা যাচ্ছে৷ তার মানে মানুষ পাশে আছে। এদেরকে নিয়েই চলতে হবে। মানুষের পাশে যান, তাদের অভাব অসুবিধা শুনুন৷ কেন্দ্র কি আচরণ করছে সেটা তাদের বোঝান।”

advertisement

অভিষেক বলেন, “সাগরদিঘি আমার মাথায় আছে। আমি দেখছি ওটা। আপনারা ঐক্যবদ্ধ ভাবে লড়াই করুন। সবাই সবাইকে নিয়ে চলুন। যারা পদাধিকারী আছেন তাঁদের কাছে কোনও সমস্যা নিয়ে কেউ আসলে শুনুন। সেরকম হলে দলের শীর্ষ নেতৃত্বকে জানান৷”

আরও পড়ুন: ২০২৪ এ তৃণমূলের ‘টার্গেট’ কী? লোকসভার ‘লক্ষ্য’ বেঁধে দিলেন ‘সেনাপতি’ অভিষেক! নির্দেশে তুমুল শোরগোল

advertisement

“ব্লক ভিত্তিক সমস্যা নিয়ে আলোচনা। ব্লক সভাপতি বিধায়কের কথা শোনে না। এসব করা যাবে না। যার যার সমস্যা মিটিয়ে নিতে হবে। এত মানুষ আমাদের সঙ্গে রয়েছে। তাদের স্বার্থে দলের দ্বন্দ্ব মিটিয়ে নিয়ে চলুন। “এদিনের অধিবেশনে, ৩ – ৪ মাস বা অন্তত ৬ মাস পরপর সংগঠন নিয়ে অভিষেককে বসার প্রস্তাব দেওয়া হয়েছে। অভিষেক জানান তিনি এই প্রস্তাবে রাজি।

advertisement

আরও পড়ুন: বিড়াল রাস্তা কাটলে আপনিও কি দাঁড়িয়ে পড়েন? ঠিক করছেন না ভুল? অবশ্যই জানুন অবাক করা এই সত্যিটা!

এদিকে, রবিবার মুর্শিদাবাদের ভগবানগোলার ‘অধিবেশন’ কর্মসূচিতে অংশ নিয়ে অভিষেক তিনি বলেন, “২০২৪ এর লোকসভা নির্বাচনে তৃণমূলের টার্গেট ৪০ টি আসন। মুর্শিদাবাদে তিনটির মধ্যে তিনটিতেই জয় চাই।” এ ভাবেই রীতিমতো লোকসভা নির্বাচনের টার্গেট বেধে দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
এক ক্লিকেই জানবেন কোন ফসলে হবে মোটা লাভ! ‘এই’ ডিভাইস বদলে দেবে ভবিষ্যৎ
আরও দেখুন

বুথ সভাপতিদের মধ্যে বক্তব্য রাখতে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, “মুর্শিদাবাদ জেলায় যেন দুই থেকে তিনটে সিট যেতে ২০২৪ এর লোকসভা নির্বাচনে। আগামী দিনে ৪০ এর লক্ষ্যমাত্রা নিয়ে আমরা ঝাপাব। এটা তখনই সম্ভব যখন জেলার বুথ সভাপতিরা তাদের সর্বশক্তি দিয়ে লড়াইয়ের ময়দানে নামবেন।”

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Abhishek || Sagardighi: 'এত ক্ষোভ কেন?' সাগরদিঘি ভুলে যান...! পঞ্চায়েতের আগে দলকে ম্যাজিক 'মন্ত্র' বলে দিলেন ক্যাপ্টেন অভিষেক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল