TRENDING:

Abhishek Banerjee: জঙ্গলমহল ফিরে পেতে অস্ত্র একশো দিনের বকেয়া! বাঁকুড়া বিরাট হুঁশিয়ারি অভিষেকের

Last Updated:

২০১৯-এর লোকসভায় বাঁকুড়া এবং বিষ্ণুপুর দখলের পর ২০২১-এর ভোটেও বাঁকুড়া জেলায় যথেষ্ট ভাল ফল করে বিজেপি৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বাঁকুড়া: পঞ্চায়েত নির্বাচনের আগে একশো দিনের বকেয়া টাকাকেই যে তৃণমূল অস্ত্র করতে চলেছে তা বাঁকুড়ায় সভা করতে গিয়ে বুঝিয়ে দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিশেষত বাঁকুড়ার মতো জঙ্গলমহলের জেলায় যেখানে একশো দিনের কাজের উপরে মানুষ অনেক বেশি নির্ভরশীল, সেখান থেকেই একশো দিনের কাজের বকেয়া টাকা নিয়ে কেন্দ্রীয় সরকার এবং বিজেপি-কে রীতিমতো হুঁশিয়ারি দিলেন অভিষেক।
.অভিষেক বন্দ্যোপাধ্যায়৷
.অভিষেক বন্দ্যোপাধ্যায়৷
advertisement

এ দিন বাঁকুড়ার সভায় শুরু থেকেই একশো দিনের কাজ বাবদ কেন্দ্রের কাছে রাজ্যের পাওনা নিয়ে সরব হন অভিষেক। তিনি বলেন, 'এই জেলায় চাষবাস কম। অত্যন্ত রুক্ষ জেলা৷ এখানে ১০০ দিনের কাজ একমাত্র রোজগারের উপায়। সেই টাকা আটকে রাখা যাবে না। প্রতি মানুষের স্বার্থে তৃণমূল কংগ্রেস লড়বে। আর এখানের ১৮ লাখ পরিবার দাঁড়িয়ে গেলে, বিজেপিকে এই রাজ্যে অণুবীক্ষণ যন্ত্রে দেখা যাবে না। আপনিও মানুষ, আমিও মানুষ। নিজের অধিকার নিয়ে লড়ুন। আপনার অধিকারের জন্য লড়তে হবে।'

advertisement

আরও পড়ুন: ফের দিল্লি 'দরবার' এড়ালেন অনুব্রত-কন্যা! যা কারণ জানালেন, অস্বস্তিতে পড়ল ইডি-ও

২০১৯-এর লোকসভা নির্বাচনে বাঁকুড়া জেলার দুই আসনেই জয়ী হয় বিজেপি৷ বাঁকুড়া থেকে জিতে কেন্দ্রীয় মন্ত্রী হয়েছেন সুভাষ সরকার৷ অভিষেক এ দিন অভিযোগ করেন, বাঁকুড়া থেকে নির্বাচিত হলেও দুই সাংসদের একজনও জেলার সমস্যা নিয়ে সংসদে সরব হন না৷ অভিষেক আরও দাবি করেন, ২০২১ সালে বিধানসভা নির্বাচনে জিততে না পেরেই রাজ্যের পাওনা টাকা আটকে রেখে সাধারণ মানুষের উপরে প্রতিশোধ নিচ্ছে বিজেপি৷ বিজেপি নেতাদের দেখলেই ঘেরাও করে টাকা আদায়ের নিদানও দিয়েছেন অভিষেক৷

advertisement

আরও পড়ুন: বড় খবর! পঞ্চায়েত ভোটের আগে গুরুত্বপূর্ণ বৈঠক, দফতর ভিত্তিক মন্ত্রীদের কাজের হিসেব নেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়

২০১৮ সালের পঞ্চায়েত নির্বাচন থেকেই জঙ্গলমহলে তৃণমূলের রাশ আলগা হয়েছিল৷  ২০১৯-এর লোকসভায় বাঁকুড়া এবং বিষ্ণুপুর দখলের পর ২০২১-এর ভোটেও বাঁকুড়া জেলায় যথেষ্ট ভাল ফল করে বিজেপি৷ তাই পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের পাখির চোখ জঙ্গলমহলের এই জেলা৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

এ দিন যথারীতি পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী বাছাইয়ে স্বচ্ছতা বজায় রাখার আশ্বাস দিয়েছেন অভিষেক৷ জানিয়েছেন, মানুষ যাঁকে পছন্দ করবেন, তাঁকেই প্রার্থী করা হবে৷ তিনি নিজে বুথ বুথে যাবেন বলে জানিয়েছেন অভিষেক৷ একশো দিনের কাজের টাকার দাবিেত আগামী ২৪ এপ্রিল থেকে সাধারণ মানুষের থেকে সই সংগ্রহ শুরু হবে বলেও জানিয়েছেন অভিষেক৷

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Abhishek Banerjee: জঙ্গলমহল ফিরে পেতে অস্ত্র একশো দিনের বকেয়া! বাঁকুড়া বিরাট হুঁশিয়ারি অভিষেকের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল