জেলার সামগ্রিক বিষয় এবং পঞ্চায়েত নির্বাচন নিয়ে কথাবার্তা হয়েছে বলে সূত্রের খবর। ব্লক সভাপতি, অঞ্চল সভাপতি এবং জেলার নেতারা একজোট হয়ে পঞ্চায়েত নির্বাচন করুন, বার্তা দিয়েছেন অভিষেক। রাজ্য থেকে প্রার্থীর নাম জানিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন। জ্যোতিপ্রিয় মল্লিক, নির্মল ঘোষ, তাপস রায় এবং পার্থ ভৌমিক পঞ্চায়েত নির্বাচনের জেলার সামগ্রিক বিষয়টি দেখবেন।
advertisement
আরও পড়ুন: ভোটের আগে বিরাট স্ট্র্যাটেজি তৃণমূলের! পুরনো ‘ভুল’ আর নয়, রবিবারই ঘুরতে পারে ‘খেলা’
দলীয় সূত্রে খবর, যেহেতু এখন উত্তর ২৪ পরগনা জেলায় নব জোয়ার কর্মসূচি চলছে, তাই ১২ তারিখ পর্যন্ত নেতা-কর্মীরা সেই নিয়ে ব্যস্ত। ফলে এই জেলায় পঞ্চায়েতে প্রার্থীদের মনোনয়নপত্র জমা ১৩- ১৪ তারিখ নাগাদ করা হবে। এদিনের ঘরোয়া আড্ডায় ছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক, নির্মল ঘোষ, তাপস রায়, পার্থ ভৌমিক, নারায়ণ গোস্বামী, সুজিত বসু, অর্জুন সিং, বিশ্বজিৎ দাস প্রমুখ।
নদিয়া সফর শেষে উত্তর ২৪ পরগনায় নবজোয়ার কর্মসূচিতে ঢুকে পড়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সকলকে উৎসাহিত করতেই রীতিমতো নিজের এসইউভি গাড়ির ছাদে উঠে দাঁড়ান তিনি। নব জোয়ার কর্মসূচি উপলক্ষে বাড়তি নিরাপত্তার ব্যবস্থাও রাখা হয়েছে জেলা প্রশাসন ও ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের তরফ থেকে। সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে স্বাগত জানাতে কাঁচরাপাড়া কাপা মোড়ে পৌঁছে যান মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, সুজিত বসু, চন্দ্রিমা ভট্টাচার্য, পার্থ ভৌমিক, নির্মল ঘোষ, নারায়ণ গোস্বামী, রাজ চক্রবর্তী সহ জেলা নেতৃত্বরা।
আরও পড়ুন: দিল্লি থেকে চাওয়া হল ফুটেজ, অভিষেক মঙ্গলবার হাজির না হলে কী হবে? ইডি-র অন্দরে ঝড়
দুপুর থেকে কাপা মোড়ে সংলগ্ন এলাকায় গাড়ি চলাচল নিষিদ্ধ করে দেয় পুলিশ। অভিষেক বন্দ্যোপাধ্যায়র কনভয় কাঁপা মোড়ে আসতেই প্রথমে নেমে তিনি দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এরপরে এসইউভি গাড়ির ছাদে উঠে যান তিনি। তৃণমূল নেতৃত্বের দাবি ৫০ হাজারের বেশি মানুষ উপস্থিত ছিলেন। মন্ত্রী পার্থ ভৌমিক জানান,” এমন অভূতপূর্ব মানুষের উন্মাদনা অনেকদিন দেখা যায়নি। তিনি আরও জানান, ”বিজেপি রাস্তায় নেই। যদি থাকে তাহলে বুথে বুথে ছেলেদের বার করে দেখাক, মানুষের সঙ্গে যাদের যোগাযোগ নেই ওরা মিডিয়ায় বেঁচে আছে। সাধারণ মানুষের মধ্যে ওদের কোন অস্তিত্ব নেই।”