TRENDING:

'আমি চাইলে ৫ মিনিটে ঢুকতে পারতাম, কিন্তু...' মতুয়া গড়ে দাঁড়িয়েই শান্তনুকে বড় 'চ্যালেঞ্জ' অভিষেকের!

Last Updated:

Abhishek Banerjee: টানটান উত্তেজনার মধ্যেই ঠাকুরবাড়িতে অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর যাওয়ার আগেই দু-পক্ষের বাকবিতণ্ডা ধস্তাধস্তিতে চরমে পৌঁছয় উত্তেজনা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বনগাঁ: টানটান উত্তেজনার মধ্যেই ঠাকুরবাড়িতে অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর যাওয়ার আগেই দু-পক্ষের বাকবিতণ্ডা ধস্তাধস্তিতে চরমে পৌঁছয় উত্তেজনা। তারই মধ্যে অভিষেকের কনভয় পৌঁছয় ঠাকুরনগরে। বড়মার ঘরে যান তিনি। লাগোয়া মন্দিরে দর্শন করেন। এদিন অভিষেকের নিশানায় স্বভাবতই ছিলেন শান্তনু ঠাকুর। তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড অভিষেক এদিন মতুয়াধামে দাঁড়িয়ে বলেন, “ঠাকুরবাড়ি কারও গায়ের জোর দেখানোর জায়গা নয়।”
চ্যালেঞ্জ অভিষেকের
চ্যালেঞ্জ অভিষেকের
advertisement

এরপরেই অভিষেক সরাসরি চ্যালেঞ্জ জানিয়ে বলেন, “আমি যাতে ঢুকতে না পারি তাই জোর-জবরদস্তি করে আটকে রেখেছে মন্দির৷ ঠাকুরবাড়ি গা জোয়ারির জায়গা নয়। এই লড়াই বিশেষ করে, অধ্যাবসায়, সংযম, তিতিক্ষা, তাকে কালিমালিপ্ত করল এই শান্তনু ঠাকুর৷ এর জবাব মানুষ দেবে। দায়ভার মানুষের হাতে দিলাম।”

এখানেই শেষ নয়, চরম আক্রমণ শানিয়ে অভিষেক আরও বলেন, “শান্তনু ঠাকুরের বাড়িতে জল মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন৷ রাস্তা মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন। এই ঠাকুরবাড়ি মানুষের শ্রদ্ধার জায়গা। চাইলে ৫ মিনিটে ভেঙে এই লোকজনকে সরিয়ে ঢুকতে পারি মন্দিরে৷ কিন্তু আমরা এই ভাঙার রাজনীতি করি না৷”

advertisement

আরও পড়ুন: ‘দুর্নীতি আর নয়’…! জেলায় জেলায় TMC ছেড়ে BJPতে যোগ! বিরাট চমক দিল ‘এই’ জেলা

আরও পড়ুন: ধিক্কার পোস্টার… কালো পতাকা…! অভিষেক বন্দ্যোপাধ্যায় পৌঁছনোর আগেই উত্তপ্ত ঠাকুরনগর!

সেরা ভিডিও

আরও দেখুন
দিঘা যাওয়ার পথে নেগুয়া গ্রাম! এখানেই রয়েছে বঙ্কিমচন্দ্রের রহস্যময় ইতিহাস, জানুন
আরও দেখুন

অভিযোগ তুলে অভিষেক বলেন, “কেন্দ্রীয় বাহিনী দিয়ে মেরেছে মহিলাদের৷ যাঁরা ধর্ম সামনে রেখে রাজনীতি করছে তাদের পতন অনিবার্য। ঠাকুরবাড়ি কারও পৈতৃক সম্পত্তি নয়। যাদের তল্পিবাহকতা করছেন,তারা বড়মার খোঁজ নেননি৷ মমতা বন্দ্যোপাধ্যায় খোঁজ নিয়েছেন। আজ আমার কোনও রাজনৈতিক কর্মসূচী ছিল না৷ আমার পুজো দিতে আসা কাজ ছিল।”

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
'আমি চাইলে ৫ মিনিটে ঢুকতে পারতাম, কিন্তু...' মতুয়া গড়ে দাঁড়িয়েই শান্তনুকে বড় 'চ্যালেঞ্জ' অভিষেকের!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল