Panchayat Election 2023: 'দুর্নীতি আর নয়'...! জেলায় জেলায় TMC ছেড়ে BJPতে যোগ! বিরাট চমক দিল 'এই' জেলা

Last Updated:

Panchayat Election 2023: পঞ্চায়েত নির্বাচনের ময়দানে খেল দেখতে তৈরি হচ্ছে সব রাজনৈতিক দল। তবে এরই মাঝে ফের জোর ধাক্কা শাসকদল তৃণমূলে। রবিবারের ছুটির দিনে একের পর এক জেলায় দেখা যাচ্ছে তৃণমূল কর্মী সমর্থকদের দল-বদলের হিড়িক।

তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ
তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ
মুর্শিদাবাদ : পঞ্চায়েত নির্বাচনের বাদ্যি বেজে গিয়েছে। যাবতীয় জল্পনার শেষে গত সপ্তাহেই নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছেন রাজ্যের নতুন নির্বাচন কমিশনার রাজীব সিনহা। আর তারপর থেকেই একদিকে যেমন বেড়েছে তাপমাত্রার পারদ তেমনই লাফিয়ে বাড়ছে বাংলা জুড়ে ভোটের প্রস্তুতির উত্তাপ। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি, প্রচার, সভা-জনসভা। আর চলছে দলবদলের ধুম। পঞ্চায়েত নির্বাচনের ময়দানে খেল দেখতে তৈরি হচ্ছে সব রাজনৈতিক দল। তবে এরই মাঝে ফের জোর ধাক্কা শাসকদল তৃণমূলে। রবিবারের ছুটির দিনে একের পর এক জেলায় দেখা যাচ্ছে তৃণমূল কর্মী সমর্থকদের দল-বদলের হিড়িক। সেই ছবি দেখা গেল নবাবের জেলা মুর্শিদাবাদের।
সাগরদিঘি-খ্যাত মুর্শিদাবাদ জেলায় এবার ভোটের দিন ঘোষণা করতে না করতেই চরম অস্বস্তিতে জোড়াফুল শিবির। শনিবার মুর্শিদাবাদের ভগবানগোলায় তৃণমূলের দুর্নীতি, স্বৈরাচারের বিরুদ্ধে স্লোগান তুলে প্রায় শতাধিক কর্মী সমর্থক যোগ দিলেন বিজেপিতে। বিজেপি নেতা রাহুল সিনহার উপস্থিতিতে তাঁরা তুলে নিলেন গেরুয়া পতাকা।
advertisement
প্রসঙ্গত, গত মে মাসেই শুরু হয়েছে দল-বদল। কোচবিহারের দিনহাটার প্রায় ১৫০ পরিবার তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করে সেই সময়। আবার সে মাসেই আলিপুরদুয়ারে কুমারগ্রাম বিধানসভার কোহিনুর গ্রামপঞ্চায়েতে ৩৫ টি পরিবারের তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করার খবর সামনে আসে। অন্যদিকে,পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর বিধানসভার জুখিয়া অঞ্চলের তৃণমূলের যুব সভাপতি শেখ রমজান আলি-সহ বেশ কয়েকজন কর্মী সমর্থক তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করে আজ।
advertisement
তবে এখনই এই নিয়ে উদ্বেগ দেখতে নারাজ রাজ্যের শাসকদল। তবে লাগাতার দলবদলের এই হরে দলবদল চললে তা পঞ্চায়েতের ভোটবাক্সে প্রভাব ফেলবে বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। আগামী ৮ জুলাই রাজ্যে পঞ্চায়েত ভোট। দায়িত্বে রাজ্য পুলিশ। আগের বারের মতো এবারেও গোটা রাজ্যে এক দফাতেই হতে চলেছে নির্বাচন। অন্যদিকে,কমিশন ঘোষণা করেছে, আগামী ১৫ জুন পর্যন্ত মনোনয়ন জমা দেওয়া যাবে। তাই জেলায় জেলায় চলছে মনোনয়ন জমা দেওয়ার ঝড়।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Panchayat Election 2023: 'দুর্নীতি আর নয়'...! জেলায় জেলায় TMC ছেড়ে BJPতে যোগ! বিরাট চমক দিল 'এই' জেলা
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement