TRENDING:

Abhishek Banerjee: 'মহাত্মা গান্ধি আর রাহুল গান্ধি এক হল?' শুভেন্দুকে বিঁধতে কংগ্রেস নেতার তুলনা টানলেন অভিষেক

Last Updated:

এ দিন শুভেন্দুর বিরুদ্ধে মুখ্যমন্ত্রীকে অসম্মান করার অভিষেকও তুলেছেন অভিষেক৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কাঁথি: দ্বৈরথ ছিল অভিষেকের সঙ্গে শুভেন্দুর৷ কাঁথির সভার সঙ্গে কোনও সম্পর্ক নেই তাঁর৷ অথচ সেই সভাতেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখে শোনা গেল রাহুল গান্ধির নাম৷ এবং তা শুভেন্দু অধিকারীকে কটাক্ষ করতে গিয়েই!
শুভেন্দুকে খোঁচা দিতে রাহুলের তুলনাও টানলেন অভিষেক৷
শুভেন্দুকে খোঁচা দিতে রাহুলের তুলনাও টানলেন অভিষেক৷
advertisement

শুভেন্দু অধিকারীর মুখে বরাবরই পূর্ব মেদিনীপুরের স্বাধীনতা সংগ্রামীদের নাম এবং তাম্রলিপ্ত সরকারের কথা শোনা যায়৷ তার উপরে এ দিন ছিল শহিদ ক্ষুদিরাম বসুর জন্মদিন৷ এ দিন কাঁথিতে জনসভা করতে গিয়ে অভিষেকের মুখেও সতীশ সামন্ত, বীরেন্দ্র শাসমল, ক্ষুদিরাম বসুদের নাম শোনা যায়৷ তাঁদের সঙ্গে তুলনা টেনে শুভেন্দু অধিকারীকে বিশ্বাসঘাতক এবং মেদিনীপুরের লজ্জা বলে কটাক্ষ করেন অভিষেক৷

advertisement

আরও পড়ুন: 'বলছে অমিত শাহের সঙ্গে কথা হয়েছে, আমাকে চার বছর জেলে রাখবে!' বিস্ফোরক অভিষেক

এই প্রসঙ্গেই অভিষেক বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারীকে কটাক্ষ করে বলেন, 'খালি বলে বেলায় আমি বিপিন অধিকারীর বংশধর৷ সে তো ঠিকই৷ কিন্তু তাই বলে কি মহাত্মা গান্ধি আর রাহুল গান্ধি এক হল? বিপিন অধিকারী বেঁচে থাকলে এখন আপনাকে দেখলে চোখের জল ফেলতেন৷'

advertisement

আরও পড়ুন: ডিসেম্বরেই ডায়মন্ড হারবারে বিজয়া সম্মিলনী, অভিষেক গড়ে কীসের ইঙ্গিত শুভেন্দুর

এ দিন শুভেন্দুর বিরুদ্ধে মুখ্যমন্ত্রীকে অসম্মান করার অভিষেকও তুলেছেন অভিষেক৷ তৃণমূল সাংসদ বলেন, 'এখন আর ওনার মুখে সতীশ সামন্ত, ক্ষুদিরাম বসু, মাতঙ্গিনী হাজরাদের নাম শুনতে পারবেন না৷ এখন শুনবেন মোদিজি, যোগিজি, অমিতজি, হিমন্ত বিশ্বশর্মাজি৷ উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রীকে বলছেন জি, আর নিজের রাজ্যের মুখ্যমন্ত্রীকে বলেন মমতা, বেগম, বুড়ি৷ এটা মেদিনীপুরের সংস্কৃতি?'

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বিসর্জনে ফ্যাশন ঝড়! যেমন বাহারি চুলেন ছাঁট, তেমন রঙ! সিউড়ির শোভাযাত্রা যেন ফ্যাশন শো
আরও দেখুন

যদিও অভিষেকের মন্তব্য নিয়ে সেভাবে কোনও জবাব দেননি শুভেন্দু অধিকারী৷ তবে ডায়মন্ড হারবারের সভা থেকে তাঁর ইঙ্গিতপূর্ণ মন্তব্য, এ মাসেই ওই জেলায় গিয়ে বিজয়া সম্মিলনী পালন করবেন তিনি৷

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Abhishek Banerjee: 'মহাত্মা গান্ধি আর রাহুল গান্ধি এক হল?' শুভেন্দুকে বিঁধতে কংগ্রেস নেতার তুলনা টানলেন অভিষেক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল