গত বৃহস্পতিবার ভোরে ভাইফোঁটার দিন দক্ষিণ দমদম পুরসভার ১১নং ওয়ার্ডের দমদম বেদিয়াপাড়ার তারকনাথ কলোনিতে রঞ্জিত কর্মকার নামে এক ব্যক্তিকে ওই ওয়ার্ডের কাউন্সিলর মৃন্ময় দাসের অনুগামী সুমন ব্যানার্জি, সুশান্ত দাস, সাগর সিকদার মিলে গায়ে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেওয়ার মত হাড়হিম করা ঘটনা ঘটায়। সেই ঘটনার প্রেক্ষিতে নাগেরবাজার থানায় অভিযোগ দায়ের করে রঞ্জিত কর্মকারের পরিবার।
advertisement
আরও পড়ুনঃ কলকাতা থেকে চিনের গুয়াংঝো শহরের মধ্যে বিমান পরিষেবা চালু হওয়ায় খুশি ব্যবসায়ীরা
এরপর থেকেই লাগাতার হুমকি আসতে থাকে বলে অভিযোগ করেন রঞ্জিত কর্মকারের পরিবার৷ হুমকি আসতে থাকে কাউন্সিলরের পক্ষ থেকে। সেই নিয়ে নাগেরবাজার থানায় কাউন্সিলরের বিরুদ্ধে অভিযোগ জানাতে গেলে তা গৃহীত হয়নি।
পরবর্তীতে এবার ব্যারাকপুর কমিশনারেটে গিয়ে কাউন্সিলর মৃন্ময় দাসের বিরুদ্ধে অভিযোগ জানায় পরিবার। তাঁদের দাবি, যে ভাবে হুমকি আসছে তাতে তাঁরা আতঙ্কিত, ভয়ে আছেন। সেই কারণে ব্যারাকপুর গিয়ে সিপি অফিসে অভিযোগ দায়ের করে এসেছেন।
অভিযোগ পত্রে, তাঁরা উল্লেখ্য করেন আগুন গিয়ে পুড়িয়ে দেওয়ার পর ওই তিন দুস্কৃতি বলেন কাউন্সিলর বলেছে বলে তারা করেছে, তাদের কেউ কিছু করতে পারবে না। কাউন্সিলরের হাত তাদের মাথায় আছে।
তাঁরা আরও উল্লেখ করেন হাসপাতালে গিয়ে কাউন্সিলর আক্রান্তকে ভয় দেখিয়ে কাউন্সিলর তার কথা মত কিছু রেকর্ডিংও করায়। প্রতিনিয়ত তাঁদের ভয় দেখানো হচ্ছে। যারা এই বিষয়ে মুখ খুলছে সবাইকে ভয় দেখানও হচ্ছে বলে তাঁরা দাবি করেন। এই ঘটনায় তাঁরা আতঙ্কে রয়েছে বলে অভিযোগ করে ব্যারাকপুর কমিশনারেটে অভিযোগ দায়ের করেন।
