TRENDING:

Crime News: আরও বিপাকে কাউন্সিলর মৃন্ময় দাস! ব্যারাকপুর পুলিশ কমিশনারেটে হুমকির অভিযোগ রঞ্জিত কর্মকারের পরিবার

Last Updated:

Crime News: আরও বিপাকে কাউন্সিলর মৃন্ময় দাস এবার ব্যারাকপুর পুলিশ কমিশনারেটে তার বিরুদ্ধে অভিযোগ দায়ের। নাগেরবাজার থানায় অভিযোগ না নেওয়ায় রঞ্জিত কর্মকারের পরিবার ব্যারাকপুর পুলিশ কমিশনারেটে অভিযোগ দায়ের করলেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ব্যারাকপুর: আরও বিপাকে কাউন্সিলর মৃন্ময় দাস এবার ব্যারাকপুর পুলিশ কমিশনারেটে তার বিরুদ্ধে অভিযোগ দায়ের। নাগেরবাজার থানায় অভিযোগ না নেওয়ায় রঞ্জিত কর্মকারের পরিবার ব্যারাকপুর পুলিশ কমিশনারেটে অভিযোগ দায়ের করলেন।
কাউন্সিলর মৃন্ময় দাস
কাউন্সিলর মৃন্ময় দাস
advertisement

গত বৃহস্পতিবার ভোরে ভাইফোঁটার দিন দক্ষিণ দমদম পুরসভার ১১নং ওয়ার্ডের দমদম বেদিয়াপাড়ার তারকনাথ কলোনিতে রঞ্জিত কর্মকার নামে এক ব্যক্তিকে ওই ওয়ার্ডের কাউন্সিলর মৃন্ময় দাসের অনুগামী সুমন ব্যানার্জি, সুশান্ত দাস, সাগর সিকদার মিলে গায়ে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেওয়ার মত হাড়হিম করা ঘটনা ঘটায়। সেই ঘটনার প্রেক্ষিতে নাগেরবাজার থানায় অভিযোগ দায়ের করে রঞ্জিত কর্মকারের পরিবার।

advertisement

আরও পড়ুনঃ কলকাতা থেকে চিনের গুয়াংঝো শহরের মধ্যে বিমান পরিষেবা চালু হওয়ায় খুশি ব্যবসায়ীরা

এরপর থেকেই লাগাতার হুমকি আসতে থাকে বলে অভিযোগ করেন রঞ্জিত কর্মকারের পরিবার৷ হুমকি আসতে থাকে কাউন্সিলরের পক্ষ থেকে। সেই নিয়ে নাগেরবাজার থানায় কাউন্সিলরের বিরুদ্ধে অভিযোগ জানাতে গেলে তা গৃহীত হয়নি।

advertisement

পরবর্তীতে এবার ব্যারাকপুর কমিশনারেটে গিয়ে কাউন্সিলর মৃন্ময় দাসের বিরুদ্ধে অভিযোগ জানায় পরিবার। তাঁদের দাবি, যে ভাবে হুমকি আসছে তাতে তাঁরা আতঙ্কিত, ভয়ে আছেন। সেই কারণে ব্যারাকপুর গিয়ে সিপি অফিসে অভিযোগ দায়ের করে এসেছেন।

অভিযোগ পত্রে, তাঁরা উল্লেখ্য করেন আগুন গিয়ে পুড়িয়ে দেওয়ার পর ওই তিন দুস্কৃতি বলেন কাউন্সিলর বলেছে বলে তারা করেছে, তাদের কেউ কিছু করতে পারবে না। কাউন্সিলরের হাত তাদের মাথায় আছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বিসর্জনে ফ্যাশন ঝড়! যেমন বাহারি চুলেন ছাঁট, তেমন রঙ! সিউড়ির শোভাযাত্রা যেন ফ্যাশন শো
আরও দেখুন

তাঁরা আরও উল্লেখ করেন হাসপাতালে গিয়ে কাউন্সিলর আক্রান্তকে ভয় দেখিয়ে কাউন্সিলর তার কথা মত কিছু রেকর্ডিংও করায়। প্রতিনিয়ত তাঁদের ভয় দেখানো হচ্ছে। যারা এই বিষয়ে মুখ খুলছে সবাইকে ভয় দেখানও হচ্ছে বলে তাঁরা দাবি করেন। এই ঘটনায় তাঁরা আতঙ্কে রয়েছে বলে অভিযোগ করে ব্যারাকপুর কমিশনারেটে অভিযোগ দায়ের করেন।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Crime News: আরও বিপাকে কাউন্সিলর মৃন্ময় দাস! ব্যারাকপুর পুলিশ কমিশনারেটে হুমকির অভিযোগ রঞ্জিত কর্মকারের পরিবার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল