#ডায়মন্ড হারবার: ডায়মন্ড হারবারের সভা থেকে তৃণমূলকে একের পর এক নিশানা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যেও তোপ দাগেন তিনি। সভা থেকেই শুভেন্দু বলেন, ডিসেম্বরে ফের আসবেন তিনি। সঙ্গে লাড্ডু নিয়ে। তবে সেটা সভা না অন্য কিছু সেই বিষয়ে স্পষ্ট কিছু বলেননি শুভেন্দু।
এদিন শুভেন্দু বলেন, "আমরা একটা ছোট প্যান্ডেল নিয়ে এসে কাজ করেছি। রাত ৯টার পরে এখানকার এক কাউন্সিলরের বাহিনী এখানে ঢুকেছিল। ওদের আতঙ্কের নাম শুভেন্দু। তারা প্রথমে এসে যা করার করে দিল। পরে আরেক বাহিনী এল। তারা সব খুলে দিয়ে চলে গেল। আমাদের নেতা-কর্মীরা ছিলেন। আমি বলেছি আপনারা কেউ ঝগড়াতে জড়াবেন না। সবার মাথায় হাত প্যান্ডেল কী করে হবে।"
বিরোধী দলনেতা বলেন, "আমি রাত ১১টায় ফোন করলাম হাওড়ার এক ডেকারেটরকে। উনি বললেন আমি বিজেপির লোক, অবশ্যই সাহায্য করব। আমি বলেছিলাম, মাইক-জেনারেটর সব নিয়ে গেছে। উনি এসে প্যান্ডেল করে দিয়েছেন। ২০০-র বেশি গাড়ি আটকানো হয়েছে। ২০ হাজার কর্মীকে আটকানো হয়েছে। ১০০ গাড়ি ভাঙা হয়েছে। আমাদের সঙ্গে সিকিউরিটি আছে। কিন্তু আপনাদের সুস্থ হয়ে ফিরতে হবে। কারণ, আগামী দিনে অনেক বড় লড়াই আছে।"
শুভেন্দু এদিন সভা থেকে বলেন, "২০১৪ , ২০১৬ সাল পর্যন্ত এখানে ভোট হত। কিন্তু ২০১৮ সালে এখানে ভোট করতে দেয়নি। মনোনয়ন পত্র তো করিয়ে দেওয়ার দায়িত্ব আমাদের। ডিসেম্বর মাসে আসব। সঙ্গে লাড্ডু নিয়ে আসব। গত এক মাসে ১৯ হাজার কোটি টাকা দিয়েছে কেন্দ্র। তার পরে বলছে কেন্দ্রীয় বঞ্চনা।"
আরও পড়ুন, 'একই বাড়িতে গরু থাকে, মানুষও থাকে,' অভিষেককে সামনে পেয়ে বললেন গ্রামবাসীরা
তৃণমূলকে তোপ দেগে শুভেন্দু বলেন, "৫৬ টা মামলা করেছে সিবিআই ভোট পরবর্তী হিংসা মামলায়। নির্বাচন পরবর্তী সময়ে যারা, ক্যানিং, পলতায়, সাগর, কুলতুলির মতো জায়গা গুলিতে বিজেপি কর্মীদের খুন করেছে, তাদের কাউকে ছাড়া হবে না। সুধে আসলে সব নেব। এই রাজ্যের মুখ্যমন্ত্রী হেরেছেন আমার কাছে। যে দুর্নীতি করুক তাঁকে ছাড়া হবে না।"
আরও পড়ুন, 'আমাকে ভাইপো বলে, নাম নেয় না!' কাঁথিতে দাঁড়িয়ে শুভেন্দুকে তীব্র আক্রমণ অভিষেকের
বিরোধী দলনেতা আরও বলেন, "সোমবার হাইকোর্টে পিটিশন ফাইল করব। যত গাড়ির কাঁচ ভেঙেছেন, সরকারের থেকে তা আদায় করব। আমাদের যে সব কর্মীকে আহত করেছেন, সবার সেবার দায়িত্ব আমার। এর পরে ৫টা স্পেশাল ট্রেন ভাড়া করব। আর ট্রেনের উপর ওরা বসলে আরপিএফ সরিয়ে দেবে। শুনে রাখুন এখানে পুলিশ অফিসাররা। বিজেপি একসময়ে এখানে সরকার আসবে। তখন আপনাদের আমাদের অধীনে কাজ করতে হবে। বিজেপি গুজরাতে ২৭ বছর ধরে আছে। এবার ১৫০ সিটে জিতবে।"নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Abhishek Banerjee, BJP, Suvendu Adhikari, TMC, তৃণমূল, বিজেপি