প্রসঙ্গত, এই বছরের লোকসভা নির্বাচনে ডায়মন্ড হারবার লোকসভা আসনে জয়ী তৃণমূল প্রার্থী অভিষেক। ৭ লক্ষ ১০ হাজার ৯৩০ ভোটের ব্যবধানে বিরোধীদের কার্যত উড়িয়ে জয়ী হন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর প্রাপ্ত ভোট ১০ লক্ষ ৪৮ হাজার ২৩০ ভোট।
advertisement
অভিষেকের নিকটতম প্রতিদ্বন্দী বিজেপির অভিজিৎ দাস (ববি)। তাঁর প্রাপ্ত ভোট ৩ লক্ষ ৩৭ হাজার ৩০০ ভোট। অনেকটা পিছনে সিপিএমের প্রতীক উর রহমান। তাঁর প্রাপ্ত ভোট ৮৬৯৫৩। আর এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে উপহার দেওয়ার জন্য এক অনন্য জিনিস তৈরি করলেন বীরভূমের শিল্পী।
আরও পড়ুন: কসবার শপিং মলে বিধ্বংসী অগ্নিকাণ্ড, কালো ধোঁয়ায় ঢেকেছে এলাকা! বিরাট আতঙ্ক
বীরভূমে রামপুরহাটের বাসিন্দা প্রাণকৃষ্ণ সিমলান্ডি নিজের কর্মজীবনের পাশাপাশি মাইক্রো আর্টের প্রতি তাঁর অগাধ ভালবাসা। প্রাণকৃষ্ণর হাতে প্রাণ ফিরে পেয়েছেন একাধিক ঋষি, মনীষী থেকে শুরু করে বিভিন্ন রাজনীতিবিদ। কখনও সামান্য পোস্তর দানার উপর, আবার কখনও মুসুরির ডাল থেকে চালের উপর মা দুর্গা থেকে শুরু করে মা কালী আবার বিভিন্ন রাজনীতিবিদদের ছবি ফুটিয়ে তুলেছেন তিনি।
আরও পড়ুন: তীব্র গরমে আর স্কুল নয়, বিরাট সিদ্ধান্ত সরকারের! লাখ-লাখ পড়ুয়ার জন্য বড় স্বস্তির খবর
একাধিক জায়গা থেকে তিনি ছিনিয়ে নিয়েছেন নানান উপহার। এর আগেও তিনি বীরভূমের তৃণমূল কংগ্রেস প্রার্থী শতাব্দী রায়ের জয়ের উপলক্ষে কুমড়োর বীজের উপর তাঁর ছবি ফুটিয়ে তুলেছিলেন। এবার তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সেই কুমড়োর বীজের উপর ছবি এঁকে উপহার দিতে চলেছেন। তাঁর কথায় অভিষেক বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষের পাশে যেভাবে দাঁড়িয়েছেন এবং তিনি এই বছর লোকসভা নির্বাচনের যে বিপুল ভোটে জয়লাভ করেছেন তার শুভেচ্ছা জানাতেই তিনি উপহার দেবেন।
প্রায় তিন থেকে চারদিন কঠোর পরিশ্রমের পর তিনি কুমড়োর বীজের উপর অভিষেকের ছবি ফুটিয়ে তুলেছেন। যদিও এই উপহার দেওয়ার জন্য অভিযোগ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এখনও তাঁর কোনও কথা হয়নি। তবে তিনি রামপুরহাট বিধানসভার বিধায়ক এবং পশ্চিমবঙ্গ বিধানসভার ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়কে এই বিষয়ে জানিয়েছেন। আশিস বন্দ্যোপাধ্যায় আশ্বাস দিয়েছেন খুব শীঘ্রই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলে তিনি এই উপহার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে তুলে দেওয়ার ব্যবস্থা করবেন।
সৌভিক রায়