Fire in Kasba Shopping Mall: কসবার শপিং মলে বিধ্বংসী অগ্নিকাণ্ড, কালো ধোঁয়ায় ঢেকেছে এলাকা! বিরাট আতঙ্ক
- Published by:Raima Chakraborty
- news18 bangla
- Reported by:Arpita Hazra
Last Updated:
Fire in Kasba Shopping Mall: কসবায় শপিং মলে বিধ্বংসী অগ্নিকাণ্ড। মলের ফুডকোর্টে আগুন লাগে শুক্রবার বেলায়। চারতলায় ফুডকোর্টে আগুন লাগে বলে জানা গিয়েছে।
কলকাতা: কসবায় শপিং মলে বিধ্বংসী অগ্নিকাণ্ড। মলের ফুডকোর্টে আগুন লাগে শুক্রবার বেলায়। চারতলায় ফুডকোর্টে আগুন লাগে বলে জানা গিয়েছে। ধোঁয়ায় ছেয়ে গিয়েছে গোটা মলের ভিতর। আগুন নিয়ন্ত্রণে দমকলের ১৫টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছেছে। মলের কাচ ভেঙে দেওয়া হচ্ছে ধোঁয়া বের করার জন্যে। স্কাইলিফ্ট আনা হয়েছে, ঢোকানো হচ্ছে মলের আরেকদিকে। এখনও ধোঁয়া বেরোচ্ছে চিমনি দিয়ে।
ভিতরে থাকা সমস্ত কর্মী, ক্রেতা-বিক্রেতা ও মলে থাকা বিভিন্ন অফিস ফাঁকা করা হয়েছে। আতঙ্ক ছড়িয়ে পড়ে শপিং মলে উপস্থিত সাধারণ মানুষের মধ্যে। কীভাবে লাগল আগুন? দমকলের প্রাথমিক তদন্তে অনুমান, মলের তৃতীয় তলে একটি বইয়ের দোকানে আগুন লাগে। সেখান থেকে আগুন ছড়িয়ে পড়ে চারতলার ফুড কোর্টে। নিমেষে মলের ভিতরে কালো ধোঁয়ায় ভরে যায়।
advertisement
আরও পড়ুন: আইআইটি খড়্গপুরের ৭৩ বছরের ইতিহাসে এই ‘প্রথম’, ডেপুটি ডিরেক্টর পদে বসলেন মহিলা প্রফেসর, কে তিনি জানেন?
কয়েকদিন আগেই কলকাতার পার্ক স্ট্রিটে আগুন লেগেছিল। গত মঙ্গলবার সকাল সাড়ে ১০টা নাগাদ অ্যালেন পার্কের উল্টো দিকে একটি বহুতলে হঠাৎই আগুন লাগে। পার্ক স্ট্রিট এবং ক্যামাক স্ট্রিটের ঠিক সংযোগস্থলেই ওই বহুতল। নাম পার্ক সেন্টার । ঠিকানা— ১/১ ক্যামাক স্ট্রিট।
advertisement
advertisement
আরও পড়ুন: দেশের সেরা ১০ মেডিক্যাল কলেজ: প্রথম স্থানে দিল্লির এইমস, তালিকায় ৩ বেসরকারি কলেজও! রইল খুঁটিনাটি
আগুন লাগে পার্ক সেন্টারের উপরের তলে। সেখানে একটি নাইট ক্লাব তথা রেস্তরাঁ ছিল। রেস্তরাঁর ভিতরে নানা দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। গোটা এলাকা ছেয়ে যায় কালো ধোঁয়ায়। তবে পুলিশ জানিয়েছে, এই ঘটনায় কেউ আহত বা জখম হননি। ভিতরে যাঁরা আটকে ছিলেন, তাঁদের নিরাপদে বাইরে বার করে আনা গিয়েছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 14, 2024 12:59 PM IST