TRENDING:

Abhishek Banerjee: 'আমাকে ভাইপো বলে, নাম নেয় না!' কাঁথিতে দাঁড়িয়ে শুভেন্দুকে তীব্র আক্রমণ অভিষেকের

Last Updated:

কেন শুভেন্দু অধিকারী তাঁকে বার বার ভাইপো বলে কটাক্ষ করেন, তা নিয়েও মুখ খুলেছেন অভিষেক৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কাঁথি: প্রত্যাশিত ভাবেই কাঁথিতে সভা করতে গিয়ে শুভেন্দু অধিকারীকে তীব্র আক্রমণ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ এ দিন শুভেন্দু অধিকারীকে বিশ্বাসঘাতক, মীরজাফর বলে আক্রমণ করার পাশাপাশি শুভেন্দুর বিরুদ্ধে দুর্নীতির বড়সড় অভিযোগও তোলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়৷
শুভেন্দুকে কড়া আক্রমণ অভিষেকের৷
শুভেন্দুকে কড়া আক্রমণ অভিষেকের৷
advertisement

শুধু তাই নয়, কেন শুভেন্দু অধিকারী তাঁকে বার বার ভাইপো বলে কটাক্ষ করেন, তা নিয়েও মুখ খুলেছেন অভিষেক৷ কাঁথির সভা থেকে অভিষেক শুভেন্দুকে আক্রমণ করে বলেন, 'আমি বাইরে বেরোলেই তিড়িং বিড়িং করছে৷ সকাল থেকে শয়নে, জাগরণে অভিষেক বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় করে চলেছে৷ নাম নিতে পারে না, ভাব বাচ্যে কথা বলে, বলে ভাইপো৷ নাম নিলে তো মামলা করা যায়৷'

advertisement

আরও পড়ুন: 'তিন সেকেন্ড লাগবে, আমিও রাস্তায় কাঠের গুড়ি ফেলতে পারি!' হুঁশিয়ারি শুভেন্দুর

এর পরেই সভায় উপস্থিত সাধারণ মানুষের উদ্দেশে প্রশ্ন ছুড়ে দিয়ে অভিষেক বলেন, 'এ রাজ্যের সবথেকে বড় ঘুষখোর, তোলাবাজের নাম কী? টিভির পর্দায় কাকে ঘুষ নিতে দেখা গিয়েছিল, সুদীপ্ত সেন কার নামে টাকা নেওয়ার অভিযোগ করেছে?'

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
প্রয়োজন পড়বে না পুকুর বা জলাশয়ের দুরন্ত পদ্ধতিতেই মাছের ব্যবসা করলেই আয় হবে লক্ষাধিক
আরও দেখুন

তৃণমূল সাংসদ আরও বলেন, 'ভেবেছিলাম এখানে আসব, সাহস করে আমার কথা শুনবে৷ কিন্তু এখন তো দেখছি ল্যাজ গুটিয়ে ডায়মন্ড হারবার পালিয়েছে৷' শুভেন্দুকে কটাক্ষ করে অভিষেক আরও বলেন, 'তোমাকে আমার নামটা ধার দিলাম৷ যতবার আমার নাম নেবে, অক্সিজেন পাবে৷ '

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Abhishek Banerjee: 'আমাকে ভাইপো বলে, নাম নেয় না!' কাঁথিতে দাঁড়িয়ে শুভেন্দুকে তীব্র আক্রমণ অভিষেকের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল