আরও পড়ুন: চাকরির সুযোগ! পার্ট টাইম এনএসএস কোঅর্ডিনেটর নিয়োগ বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে
জানা গিয়েছে, মুর্শিদাবাদের সামসেরগঞ্জের জাফরাবাদ। এই গ্রামেই হল ‘ অভয়া ক্লিনিক‘। চিকিৎসা পরিষেবা দিতে শিবির হল জাফরাবাদ প্রাইমারি স্কুলে। মহিলা, শিশু, বৃদ্ধ অসংখ্য মানুষ শিবিরে স্বাস্থ্য পরীক্ষা করালেন। শুধু শারীরিক সুস্থতাই নয়! মনের কোনে জমে থাকা আতঙ্ক কাটিয়ে ওঠার পরামর্শ নিলেন চিকিৎসকদের থেকে। কেমন আছেন ক্ষতিগ্রস্তরা? মানসিক এবং শারীরিক সুস্থতার খেয়াল রাখতে মেডিক্যাল ক্যাম্প করে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট।
advertisement
আরও পড়ুন: ৭৫ দিন কঠোর নিয়ম, শরীর-মনের আমূল পরিবর্তন! ‘৭৫ দিনের হার্ড চ্যালেঞ্জে’ সফল বাংলার যুবক
জাফরাবাদ প্রাথমিক বিদ্যালয় এখন আশ্রয়স্থল ঘর ছাড়াদের। এক কথায় ত্রাণ শিবির। ওয়াকফ ইস্যুতে অশান্ত গ্রাম চাইছে শান্তি। ছন্দে ফেরার চেষ্টায় গ্রামের মানুষ। পাশাপাশি এই ত্রাণ শিবির ঘুরে দেখলেন খোদ জেলা শাসক রাজর্ষি মিত্র। পুলিশ, প্রশাসনের কর্তাদের উপস্থিতিতে খোঁজ খবর নেন ক্ষতিগ্রস্তদের। শোনেন গ্রামের মানুষদের কথা।
কৌশিক অধিকারী