আরও পড়ুন : রোগিণীর সারা দেহে ফোস্কা ও যন্ত্রণা! সরকারি হাসপাতালে ৯ মাসের চিকিৎসায় সারল বিরল চর্মরোগ
কোনও কাঠুরে বা পাতা কুড়োতে আসা কারওর সন্তান কিনা দেখার জন্য তিনি জঙ্গলে খোঁজ করেন। কাউকে না পেয়ে সদ্যোজাত ওই কন্যাসন্তানকে কোলে তুলে বাড়ি নিয়ে আসেন। নিজে নিঃসন্তান রজেশ প্রথমে ভাবেন শিশুটিকে নিজের কাছে রেখে দেবেন। প্রথমিক শুশ্রূষা করার পর নতুন জামা পরিয়ে দেন। তার পর বোঝেন যে পুলিশকে জানাতেই হবে। এর পর লালগড় হাসপাতালে শিশুটিকে এনে পুলিশকে পুরো বিষয়টি জানান।
advertisement
আরও পড়ুন : কোথায় হারিয়ে গেছে মা, কেটে গেল কতদিন! লক্ষ্মীপুজোর রাতে এল সেই ফোন...
নিয়ম অনুযায়ী, উদ্ধার করা শিশুকে নিজের কাছে রাখতে পারবেন না জেনে মন খারাপ হয়ে যায় রাজেশ এবং তার পরিবারের। তবে তাঁর তৎপরতায় নতুন জীবন পায় এই পরিত্যক্ত কন্যাসন্তান। কে বা কারা ফেলে গেল এই শিশুকন্যাকে? তা নিয়ে তদন্ত শুরু করেছে লালগড় থানার পুলিশ। বাচ্চাটির আপাতত ঠিকানা হবে সরকারি কোনও হোম। তবে এই মুহুর্তে লালগড় হাসপাতালে নার্সদের তত্ত্বাবধানে আছে সদ্যোজাত ওই কন্যাসন্তান ৷