মৃত সুনীল বাস্কের পরিবার সূত্রে জানা গিয়েছে, মোরগ লড়াইয়ের ভালই নেশা ছিল সুনীলের। প্রায়শই সুনীল এদিক-ওদিক মোরগ লড়াইয়ে যেতেন। সেরকমই শুক্রবার দুপুর আড়াইটে-তিনটে নাগাদ জৌগ্রামের জলেশ্বর তলায় মোরগ লড়াই চলছিল।
মোরগ লড়াই শুরুর আগে প্রাথমিকভাবে মোরগের প্রস্তুতি দেখছিলেন সুনীল। একটি মোরগ ছিল সুনীলের কোলে এবং অন্য আর একটি মোরগ ছাড়া ছিল। হঠাৎই সুনীলের কোলে থাকা মোরগটিকে আক্রমণ করতে যায় অপর একটি মোরগ। তখনই মোরগের আক্রমণে ঘায়েল হন সুনীল।
advertisement
জানা গিয়েছে, মোরগ লড়াইয়ে সমস্ত মোরগের পায়ে ধারালো অস্ত্র থাকে আর সেই ধারালো অস্ত্রের আঘাতে সুনীল বাস্কের পায়ের শিরা কেটে যায় এবং তিনি মাটিতে পড়ে যান। মাটিতে পড়ে গেলেও পরবর্তীতে আবার সেই মোরগ সুনীলকে আঘাত করে।
আরও পড়ুন: জল্পনার অবসান, হুগলিতে মমতার ভরসা ‘দিদি নং ১’, প্রথমবার ভোটের ময়দানে রচনা
পরবর্তীতে স্থানীয় মানুষের সহযোগিতায় সুনীলকে প্রথমে হাসপাতালে যাওয়া হয় এবং সেখান থেকে বর্ধমান মেডিক্য়াল কলেজ হাসপাতালে শুক্রবার বিকেল পাঁচটা নাগাদ নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে। শনিবার দুপুর ৩টে নাগাদ মৃতদেহের ময়না তদন্ত সম্পন্ন হয় বর্ধমান মেডিক্যাল কলেজে।
বনোয়ারীলাল চৌধুরী