Rachana Banerjee TMC: জল্পনার অবসান, হুগলিতে মমতার ভরসা 'দিদি নং ১', প্রথমবার ভোটের ময়দানে রচনা
- Published by:Teesta Barman
- news18 bangla
Last Updated:
Rachana Banerjee TMC: ঘোষণার আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছে রচনাকে। কাঁথা স্টিচের পেঁয়াজি রঙের শাড়ি এবং সাদা ব্লাউজে সেজেছেন ‘দিদি নম্বর ওয়ান’।
কলকাতা: প্রার্থী ঘোষণা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবারের প্রার্থী তালিকায় চমক একাধিক। নজিরবিহীন ভাবে, ব্রিগেড সমাবেশের মঞ্চ থেকেই নাম ঘোষণা করা হল। আগে থেকেই জল্পনা চলছিল, ‘দিদি নম্বর ওয়ান’-এর সঞ্চালিকা, বাংলার জনপ্রিয় অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায় এবার তৃণমূলের হয়ে ভোটে লড়াই করবেন।
জল্পনার অবসান, অভিষেক বিগ্রেডের মঞ্চে দাঁড়িয়ে ঘোষণা করে দিলেন, হুগলি থেকে প্রার্থী হিসেবে নির্বাচনে দাঁড়াচ্ছেন রচনা। ঘোষণার আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছে রচনাকে। কাঁথা স্টিচের পেঁয়াজি রঙের শাড়ি এবং সাদা ব্লাউজে সেজেছেন ‘দিদি নম্বর ওয়ান’।
advertisement
advertisement
এত দিন ভোটের নির্ঘণ্ট ঘোষণার দিন অথবা তার পরের দিন কালীঘাটের তৃণমূল কার্যালয় থেকে প্রার্থীদের নাম ঘোষণা করতেন তৃণমূল নেত্রী। কিন্তু এ বার তাতেও ব্যতিক্রম। প্রার্থীদের নাম ঘোষণা করলেন অভিষেক।
প্রায় ৫ বছর পরে তৃণমূলের ব্রিগেড৷ ২০১৯ সালের পর ২০২৪ সাল। পাঁচ বছর পরে আবার ব্রিগেডে সমাবেশ করছে তৃণমূল। সামনেই লোকসভা ভোট৷ তার আগে তৃণমূলের বিরাট সমাবেশ৷ এই সমাবেশ থেকেই দেশের ৪৮ আসনে লোকসভা প্রার্থীর নাম ঘোষণা করল তৃণমূল৷
advertisement
গত রবিবার, ৩ মার্চ ‘দিদি নম্বর ওয়ান’-এর মঞ্চে পা রেখেছিলেন মমতা। রচনা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে হাত ধরে নাচতেও দেখা গিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়কে। এছাড়া জানা গিয়েছিল, গত মাসেই নবান্নে মমতার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন অনুষ্ঠানের সঞ্চালিকা রচনা। তারপর থেকেই নানা ধরনের জল্পনা শুরু হয়েছে। আজ সেই জল্পনাতেই সিলমোহর।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 10, 2024 2:34 PM IST