স্থানীয়দের সহযোগিতায় আশঙ্কাজনক অবস্থায় যুবতীকে উদ্ধার করে তারা৷ দেহ পাঠানো হয় বেহালার বিদ্যাসাগর হাসপাতালে৷ আহত যুবতী মহেশতলা পৌরসভার ২৫ নম্বর ওয়ার্ডের নিশ্চিন্তপুর ঘোলপাড়ার বাসিন্দা৷ তবে কী কারণে যুবতীর মর্মান্তিক সিদ্ধান্ত? পারিবারিক অশান্তির জেরে নাকি অন্য কিছু রয়েছে রহস্য? সেই তদন্ত শুরু করেছে রেল পুলিশ৷
আরও পড়ুনNew Dress @Rs 5: মাত্র ৫ টাকাতেই নতুন জামা! ব্যারাকপুরে সিভিক ভলেন্টিয়ারের গরিব বাজার ফেলল সাড়া
advertisement
এর আগে, বুধবার, ১১ জুন, সোদপুরে ডিউটিরত অবস্থায় ট্রেনের ধাক্কায় মৃত্যু হয় গেটম্যানের। ঘটনার জেরে চঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। সোদপুর ৮ নম্বর রেলগেটে কাজ করতেন বুদ্ধদেব সাহা। রেলগেট ফেলতে গিয়ে হল বিপত্তি। রেলগেট ফেলে লাইনে ট্রেন দেখতে গিয়ে ট্রেনের ধাক্কায় মৃত্যু হল কর্তব্যরত রেলের গেটম্যানের। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য এলাকায়। গত ৬ জুন ট্রেনের ধাক্কায় মৃত্যু হয়েছিল মেমারিতেও। হাওড়া বর্ধমান মেইন শাখার মেমারি স্টেশনে রেললাইন পার হতে গিয়ে ট্রেনের ধাক্কায় মৃত্যু হয় এক মহিলার। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতার নাম আনিস বেগম। তাঁর বয়স ৩৫ বছর।
Samir Mondal