সূত্রের খবর, কোম্পানির কর্ণধার দিবাকর সেন বারবার যোগাযোগ করলেও টাকা ফেরত দিতে অস্বীকার করে দীপক। চলতি মাসেই টাকা দেওয়ার নাম করে সোনারপুর বাজারের কাছে ডেকে নেয় দিবাকরকে। সেখানেই আরও কয়েকজনকে সঙ্গে নিয়ে মারধর করে বলে অভিযোগ। অবশেষে সোনারপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন দিবাকর সেন। তদন্তে নেমে পুলিশ গ্রেফতার করে অভিযুক্তকে। বারুইপুর আদালতে পেশ করা হলে পুলিশ হেফাজতের আবেদন মঞ্জুর করে আদালত। ধৃতকে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ, পাশাপাশি আত্মসাৎ করা টাকা উদ্ধারের চেষ্টাও চলছে জোরকদমে।
advertisement
২০২৩ সাল থেকে ২০২৫ সাল অর্থাৎ এই তিন বছরে অভিযুক্ত প্রায় ১০ লক্ষ টাকা আত্মসাৎ করেছে বলে অভিযোগ। সেই টাকাগুলো নিয়ে কোথায় খরচ করেছে এবং টাকাগুলি কোথায় রেখেছে সেই বিষয়েও তদন্ত চালাচ্ছে পুলিশ। শুধুমাত্র ধৃত ওই ব্যক্তি ছাড়া আর কেউ এই ঘটনার সঙ্গে জড়িত আছে কিনা সেই বিষয়ে কিন্তু তদন্ত চালাচ্ছে সোনারপুর থানার পুলিশ।