নদিয়া শান্তিপুরে শাহিদ মণ্ডলকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সংবর্ধনা এবং সম্মান জানানো হয়। নদিয়া জেলার জেলা পরিষদের নারী ও শিশু কল্যাণ দফতরের কর্মাধ্যক্ষা বাসন্তী সরকার এবং শান্তিপুর বাবলা অঞ্চলের তৃণমূল নেতৃত্ব একত্রিতভাবে ১২ নম্বর জাতীয় সড়কের ওপর শাহিদকে সংবর্ধিত করেন। এদিন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয় যে মহৎ উদ্যোগ শহীদদেরকে শ্রদ্ধা জানিয়ে নিয়েছে তেহট্টের শাহিদ তাতে করে তৃণমূলের একজন সাধারন কর্মী হিসেবে মহৎ কাজ করেছেন বলেই মনে করছেন দলীয় নেতৃত্বরা।
advertisement
শাহিদ জানান, ছোটবেলা থেকেই তার বাবা-মা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি অগাধ বিশ্বাস এবং ভালবাসা রয়েছে। আর তাই রাজ্যের একের পর এক উন্নয়ন এবং তার সঙ্গে সাধারণ মানুষের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে কঠোর পরিশ্রম করে মানুষের পাশে দাঁড়াচ্ছেন সেই আদর্শতে উদ্বুদ্ধ হয়ে তিনি নিজেই পায়ে হেঁটে পরিবারের সহমতে ২১ জুলাই-এর উদ্দেশে রওনা দিয়েছেন। রাস্তায় দলের কর্মীরা যথেষ্ট সাহায্য করছে রাত্রিযাপন হচ্ছে দলীয় পার্টি অফিসে। সঙ্গে রয়েছে একটি ছাতা এবং তিন সেট জামা প্যান্ট।
কাঁধে রয়েছে তৃণমূলের দলীয় পতাকা। প্রখর রোদে কিংবা তুমুল বৃষ্টিতে পায়ে হেঁটেই ২১ জুলাইয়ের অনুষ্ঠানে যোগ দিতে চলেছেন নদিয়ার শাহিদ।