TRENDING:

বাংলায় কথা বলায় বাংলাদেশি সন্দেহে আটক! বজবজের মহিলার সঙ্গে মুম্বইয়ে যা হল...! আতঙ্কে পরিবার

Last Updated:

নবি মুম্বাইয়ের শিরোনা বাজারে একটি শপিং মলে কাজ করতেন বজবজের সোমা

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বজবজ, দক্ষিণ ২৪ পরগণা, সমীর মণ্ডলঃ মোবাইলে বাংলায় কথা বলছিলেন। সেই কারণে বাংলাদেশি সন্দেহে বজবজের সোমা বিবিকে আটক করল পুলিশ। ঘটনাস্থল মুম্বই। অভিযোগ, সোমাকে প্রায় ২৪ ঘণ্টা থানায় আটকে রাখা হয়েছিল। অবশেষে পরিবারের লোকজন বজবজের উত্তর রায়পুর গ্রাম পঞ্চায়েত সহ বজবজ থানায় যোগাযোগ করলে প্রশাসনিক তৎপরতায় ও প্রয়োজনীয় নথি দেখিয়ে তাঁকে ছাড়া হয় বলে দাবি। গোটা ঘটনায় আতঙ্কিত সোমার পরিবার।
বাংলায় কথা বলায় বাংলাদেশি সন্দেহে আটক করা হয় সোমাকে। প্রতীকী ছবি
বাংলায় কথা বলায় বাংলাদেশি সন্দেহে আটক করা হয় সোমাকে। প্রতীকী ছবি
advertisement

দক্ষিণ ২৪ পরগণার বজবজ ১ নম্বর ব্লকের উত্তর রায়পুর পঞ্চায়েত এলাকার বাসিন্দা জাহির জামাদার। কাজের জন্য জাহির, তাঁর স্ত্রী সোমা, তাঁদের দুই ছেলে ও বৌমারা মুম্বইয়ে থাকতেন। তবে গত বছর স্ত্রীদের নিয়ে বজবজের বাড়ি ফিরে আসেন জাহির-সোমার দুই ছেলে। চলতি বছর জানুয়ারিতে বাড়ি চলে আসেন জাহিরও। তবে সোমা মুম্বইয়েই ছিলেন।

advertisement

আরও পড়ুনঃ জল জমায় নরম হয়েছিল মাটি, চোখের নিমেষে ভেঙে পড়ল দোতলা বাড়ি! চাঞ্চল্যকর ঘটনা রাজ্যে

প্রায় ৬ বছর ধরে নবি মুম্বাইয়ের শিরোনা বাজারে একটি শপিং মলে কাজ করতেন সোমা। একই বিল্ডিংয়ে সিকিউরিটির কাজ করতেন জাহির। তবে গত জানুয়ারিতে কাজ ছেড়ে বাড়ি চলে আসেন তিনি। সোমা একাই মুম্বইয়ে ছিলেন। এবার বাংলাদেশি সন্দেহে তাঁকে আটক করল পুলিশ। প্রায় ২৪ ঘণ্টা থানায় আটকে রাখা হয় বলে অভিযোগ।

advertisement

পরিবারের দাবি, গত ৭ তারিখ ছেলের সঙ্গে মোবাইলে কথা বলতে বলতে রাস্তা দিয়ে হাঁটছিলেন সোমা। বাংলায় কথা বলায় তাঁকে বাংলাদেশি সন্দেহে আটক করে পুলিশ! এরপর দীর্ঘক্ষণ ধরে চলে জিজ্ঞাসাবাদ। প্রায় ২৪ ঘণ্টা আটক করে রাখা হয় বলে অভিযোগ।

আরও পড়ুনঃ একটি রাখি, একটি প্রাণ! অভিনব উদ্যোগ ‘এই’ সরকারি স্কুলের পড়ুয়াদের, কুর্নিশ জানাচ্ছেন সকলে

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

পরিবারের লোকজন বজবজের উত্তর রায়পুর গ্রাম পঞ্চায়েত সহ বজবজ থানায় যোগাযোগ করলে প্রশাসনিক তৎপরতায় ও প্রয়োজনীয় নথি দেখিয়ে সোমাকে ছাড়া হয় বলে দাবি। সোমাকে মুম্বাই থেকে ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছে পরিবার। গোটা ঘটনায় আতঙ্কিত বাড়ির সদস্যরা।

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
বাংলায় কথা বলায় বাংলাদেশি সন্দেহে আটক! বজবজের মহিলার সঙ্গে মুম্বইয়ে যা হল...! আতঙ্কে পরিবার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল