জল জমায় নরম হয়েছিল মাটি, চোখের নিমেষে ভেঙে পড়ল দোতলা বাড়ি! চাঞ্চল্যকর ঘটনা রাজ্যে

Last Updated:

লাগাতার বর্ষণে এলাকায় জল জমার কারণে নরম হয়ে যায় মাটি, ধসে পড়ে দোতলা মাটির বাড়ি

অতিবৃষ্টিতে ভেঙে পড়ল মাটির বাড়ি। প্রতীকী ছবি
অতিবৃষ্টিতে ভেঙে পড়ল মাটির বাড়ি। প্রতীকী ছবি
বিনপুর, ঝাড়গ্রাম, রাজু সিংঃ অতিবৃষ্টিতে ভেঙে পড়ল মাটির বাড়ি। ঘটনাটি ঘটেছে ঝাড়গ্রামের বিনপুর ২ ব্লকের লেদাশাল গ্রামে। এখানে বসবাসকারী অধিকাংশ পরিবারেরই মাটির বাড়ি। লাগাতার বর্ষণে এলাকায় জল জমার কারণে নরম হয়ে যায় মাটি। যার জেরে ধসে পড়ে দোতলা মাটির বাড়ি। তবে সেই সময় বাড়িতে কেউ না থাকায় বড় কোনও দুর্ঘটনা ঘটেনি।
বাড়ির লোকেদের কথায়, অতিরিক্ত বৃষ্টির জেরে মাটির দেওয়াল স্যাঁতস্যাঁতে হয়ে পড়ে। এর ফলে দেওয়ালের মাটি ধসতে শুরু করে। নিমেষের মধ্যে গোটা বাড়ি হুড়মুড়িয়ে ভেঙে যায়। বর্তমানে অন্যের বাড়িতে আশ্রয় নিয়েছে ওই পরিবার।
আরও পড়ুনঃ একটি রাখি, একটি প্রাণ! অভিনব উদ্যোগ ‘এই’ সরকারি স্কুলের পড়ুয়াদের, কুর্নিশ জানাচ্ছেন সকলে
ভেঙে পড়া বাড়ির সদস্যরা জানান, আবাস যোজনার তালিকায় তাঁদের নাম নেই। এই মুহূর্তে অন্যের বাড়িতে রয়েছেন। সরকার পাশে দাঁড়ালে তাঁরা হয়তো বাড়ি বানাতে পারবেন। না হলে এভাবেই হয়তো অন্যের দুয়ারে দিনের পর দিন কাটাতে হবে।
advertisement
advertisement
জানা যাচ্ছে, ক্ষতিগ্রস্ত বাড়িটি থেকে ইতিমধ্যেই বেশ কিছু জিনিসপত্র বের করা গিয়েছে। তবে এখনও বহু জিনিস ভাঙা বাড়িতেই রয়েছে। আপাতত অন্যের বাড়িতে ঠাঁই নিয়েছে ওই পরিবার।
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
জল জমায় নরম হয়েছিল মাটি, চোখের নিমেষে ভেঙে পড়ল দোতলা বাড়ি! চাঞ্চল্যকর ঘটনা রাজ্যে
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement