TRENDING:

Kidnap : ছেলের জন্য পাত্রী দেখতে গিয়ে বিপত্তি! ব্যাক্তিকে অপহরণ, অশ্লীল ছবি তুলে মুক্তিপণের দাবি

Last Updated:

Bardhaman : ছেলের বিয়ের জন্য পাত্রী দেখতে যাওয়াই হল কাল!পাত্রী দেখানোর নাম করে ডেকে এনে এক রাইস মিল মালিককে অপহরণ ও মুক্তিপনের দাবি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ভাতার, সায়নী সরকার : ছেলের বিয়ের জন্য পাত্রী দেখতে যাওয়াই হল কাল! পাত্রী দেখানোর নাম করে ডেকে এনে এক রাইস মিল মালিককে অপহরণ ও মুক্তিপণের দাবি। এমনকী মুক্তিপণ আদায়ের জন্য জোর করে এক মহিলার সঙ্গে অশ্লীল ছবি তুলতেও বাধ্য করে অপহরণকারীরা বলে অভিযোগ।
ধৃতদের ছবি
ধৃতদের ছবি
advertisement

টাকা না দিলে অশ্লীল ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয় অপহরণকারীরা। অভিযোগের পরিপেক্ষিতে ভাতার থানার পুলিশ এক অপহরণকারীকে গ্রেফতার করে বর্ধমান আদালতে পেশ করে।বাকিদের খোঁজে তল্লাশি চালাচ্ছে ভাতার থানার পুলিশ।ধৃতের নাম জিয়ারুল শেখ। ভাতার থানার বামশোড় এলাকার বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা গেছে,মঙ্গলকোটের বাসিন্দা প্রাণগোপাল মণ্ডল। মেমারির ছোট পলাশনের তাঁর একটি রাইসমিল আছে।ছেলের বিয়ের জন্য বেশ কয়েকমাস ধরেই পাত্রী খুঁজছিলেন প্রাণগোপাল মন্ডল। বর্ধমানে একটি ডাক্তারখানায় এক মহিলার সঙ্গে পরিচয় হয় তাঁর। মহিলা প্রাণগোপাল মন্ডলকে জানান তার সন্ধানে এক সুপাত্রী রয়েছে এবং পাত্রী দেখতে যাওয়ার জন্য অনুরোধও করেন।

advertisement

সেখানেই ফোন নাম্বার আদান-প্রদান হয় তাঁদের। বেশ কয়েকদিন পর হঠাৎই তাঁকে এক ব্যক্তি ফোন করে পাত্রীর বাবা পরিচয় দিয়ে পাত্রী দেখতে আসার জন্য বলেন। সেই মতো ২৭ শে অগাস্ট ড্রাইভারকে সঙ্গে নিয়ে পাত্রী দেখতে যান। মাঝপথে পূর্ব পরিচিত ব্যক্তি ফোন করে ধান্দলসা পেট্রোল পাম্পের কাছে দাঁড়াতে বলেন।

সেখানে পৌছাতেই বেশ কয়েকজন তাঁর গাড়ি ঘিরে ধরে আগ্নেয়াস্ত্র দেখিয়ে ব্যবসায়ী ও তাঁর ড্রাইভারকে অপহরণ করে এরুয়ার এলাকায় নিয়ে যায় বলে অভিযোগ। এরুয়ার এলাকার একটি নির্জন স্থানে মাথায় বন্দুক ঠেকিয়ে প্রাণগোপাল মন্তলের পরণে থাকা সোনার গহনা ছিনতাই করে ৫ লক্ষ টাকা মুক্তিপণ দাবী করে। দাবী মতো টাকা না দিতে পারায় তাঁকে মারধোর করে ভাতারের ভূমশোড় এলাকায় একটি বাড়িতে আটকে রাখা হয় বলে অভিযোগ।

advertisement

এমনকি দাবী মতো টাকা না পেয়ে এক মহিলার সঙ্গে অশ্লীল ছবি তুলতে বাধ্য করে। টাকা না দিলে ছবি সামজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে স্ট্যাম্প পেপারে লিখিয়ে নেওয়া হয় বলেও অভিযোগ।এরপরই পরেরদিন সকালে প্রাণগোপাল মন্ডল ও তাঁর ড্রাইভারকে ছেড়ে দেয়।

আরও পড়ুন- বাড়িতে দাউ দাউ করে আগুন! পোষ্য কুকুরের তৎপতায় প্রাণ বাঁচল সকলের

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বাড়িতে দাউ দাউ করে আগুন! পোষ্য কুকুরের তৎপতায় প্রাণ বাঁচল সকলের
আরও দেখুন

প্রাণগোপাল মণ্ডলের অভিযোগ, এর পর থেকেই তাঁকে ফোন করে প্রতিনিয়ত টাকা চেয়ে সামজিক মাধ্যমে অশ্লীল ছবি ছড়িয়ে দেওয়া হুমকি ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়। ভয় পেয়ে অপহরণকারীদের ৫০ হাজার টাকা দেনও তিনি।এরপরই প্রতিনিয়ত তাঁকে হুমকি দিতে থাকায় ২৮ শে অক্টোবর তিনি ভাতার থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের পরিপেক্ষিতে ভাতার থানার পুলিশ ভাতারের বামশোড় থেকে জিয়ারুল সেখ-কে গ্রেপ্তার করে। আজ তাঁকে বর্ধমান আদালতে পেশ করে ভাতার থানার পুলিশ।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Kidnap : ছেলের জন্য পাত্রী দেখতে গিয়ে বিপত্তি! ব্যাক্তিকে অপহরণ, অশ্লীল ছবি তুলে মুক্তিপণের দাবি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল